আমাদের কথা খুঁজে নিন

   

তোমার ভালোবাসা

দুঃখের সগর ভেঙ্গে পথ যেতে হয়, নয়তো জীবনে কোন আসেনা বিজয়,

এখনো তোমার প্রেম আছে, মনে আছে সুখ রোদেলা দিনের যত নিটোল স্বপ্ন-মায়া-রূপ তোমার নয়ন-দর্পণে এখনো দ্যাখে মুখ! তাই তোমাতেই ওদের বাস নির্ঝঞ্ঝাট নিশ্চুপ ২. অগুনিত শুভ মুখ বাঁধা আছে বুকের ফ্রেমে, অনির্ণীত ঘ্রাণ মিশে হয়েছে সুগন্ধি বলয় অচিন হলুদ পক্ষী গন্ধে মাতাল হয়ে রয়! যে গোপন-গহন সুর স্বর্গ থেকে আসে নেমে তোমাকে ছুঁয়ে তারই উচ্ছল উল্লাসিত তানে রাত্রি হারায় সু-নবীন দিনে, আলোর বানে ৩. বলি, দীর্ঘশ্বাসের কোদালে নিতি খুঁড়ছি নদী যদি বিরহের লোনাজল বয় নিরবধি কাটবে সময়, দেখে ঝিকমিকে বিকেলের আলো বল, ভালোবাসা ছাড়া, মরণ সেও খুব ভালো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.