আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল বাংলা হাদিস

আসসালামুআলাইকুম, বর্তমানে বাজারে প্রচলিত আছে বেশ কয়েকটি প্রকাশনীর বাংলা অনুবাদ। যেমন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ইসলামিক সেন্টার, আধুনিক প্রকাশনী, তাওহীদ প্রকাশনী, হোসাইন বিন সোহরাব প্রকাশনী ইত্যাদি। এগুলোতে বেশ উল্লেখযোগ্য ভুল আছে, আর ভাষাগত দুর্বলতা তো বটেই। আমাদের লক্ষ্য এ অনুবাদগুলো একত্র করে সবচেয়ে বিশুদ্ধ একটি অনুবাদ তৈরি করা ইনশা...আল্লাহ দেশের বিখ্যাত আলেম সমস্বয়ে একটি কমিটির মাধ্যমে এটি সংশোধনের আওতায় আনা হবে। তবে সেটা সময় লাগলেও সফটওয়্যারটি অনলাইনে থাকবে ও আপডেট চলতে থাকবে।

আলহামদুলিল্লাহ সফটওয়্যারটি এখন ইন্টারন্যাশনাল ফরম্যাটে দেখছেন (ইংলিশে) তবে আল্লাহ এ অধমকে তাওফিক দিলে ইনশা...আল্লাহ বাম দিকের লিষ্টগুলো বাংলায় করা হবে। অাল্লাহপাকের খুশির জন্য যারা ”ওয়াক্বফ লিল্লাহ” কাজ করছেন দুআ করবেন তাদের। রাসুল (সাঃ)-কে নিয়ে সারা দুনিয়াতে দিনদিন ব্যঙ্গ ও কটুক্তির মাত্রা বেড়ে যাচ্ছে। রাসুল (সাঃ)-কে যারা ব্যঙ্গ করছে বেশিরভাগই ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারনেই করছে। DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম) যারা একসাথে এক টিমে কাজ করছি আমরা রাসুল (সাঃ)- এর মান-সম্মান প্রকৃত সহিহ হাদিস প্রকাশের মাধ্যমে সারা বিশ্বের নিকট তুলে ধরবো।

এ পর্যন্ত পৃথিবীকে সবচাইতে আলোচিত ব্যক্তিত্ব মুহাম্মদ (সাঃ)। তাকেঁ নিয়ে পক্ষে ও বিপক্ষে যত বই লেখা হয়েছে অন্য কারো ক্ষেত্রে তা ঘটেনি। তিনি এমন একমাত্র ব্যক্তিত্ব যাঁর জীবন-পদ্বতি এত বিস্তারিতভাবে বর্ননা করা হয়েছে যা অন্য কোন নর/নারীর জীবনীতে হয়নি। পৃথিবীতে আর এমন দ্বিতীয় মানব নেই যার জীবনের এত খুটিনাটি বিস্তারিত পেশ করা হয়েছে। এটা হয়েছে সর্বশক্তিমান আল্লাহপাকের ইচ্ছায়।

তিনি চেয়েছেন রাসুল (সাঃ)-এর অতুলনীয় জীবন প্রতিটি মানুষের আর্দশ হয়ে জীবনের প্রতিটি স্রোতে মিশে যাক। আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন ইনশা...আল্লাহ আমাদের সর্বশক্তি , অক্লান্ত পরিশ্রম দিয়ে যতভাবে পারা যায় মিডিয়া ও প্রযুক্তি ব্যবহার করে বিশ্বে প্রচার করে যাবো বিশ্বের শ্রেষ্ঠ মানব অতুলনীয় চরিত্রের অধিকারী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ)- এর কর্ম-জীবন। আলহামদুলিল্লাহ আমরাই সর্বপ্রথম অফলাইনে ফ্রি সফটওয়্যারটি দিচ্ছি। কোন কর্মাশিয়াল উদ্যেগ বা অর্থ লাভ করার কোন প্রয়াস এ টিমের নেই । অালহামদুলিল্লাহ আমরা তিনটি ভাষায় ফ্রি হাদিস (Offline) সফটওয়্যার প্রকাশ করছি (আরবী, বাংলা ও ইংলিশ) . ইনশা...আল্লাহ ভবিষ্যতে উর্দূ ও মালয় ভাষা যুক্ত করার আশা করি।

বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির জন্য অত্যান্ত কার্যকরী একটা সফটওয়্যার হবে। একসময় পৃথীবিতে আমরা থাকবোনা কিন্ত এ সফটওয়্যার ব্যবহার করে কোটি কোটি মানুষ সহজে ইসলাম সম্পর্কে তথ্য জানতে পারবে গবেষনার কাজে ব্যবহার করতে পারবে। অমুসলিমগন জানতে পারবেন ইসলাম ও রাসুল (সাঃ) জীবনী সম্পর্কে। রাসুল (সাঃ)-কে যারা ব্যঙ্গ করছে বেশিরভাগই ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারনেই করছে। এ সফটওয়্যার তাদের অন্তরে ইসলাম সম্পর্কে অশিক্ষার অন্ধকার দুরীভূত করবে বলে আশা রাখি।

ওয়াসসালাম. DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম) শাহরিয়ার আজম মেইল এড্রেস- Mob-01714351057 Click This Link আলহামদুলিল্লাহ । সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম)-কে পৃথিবীতে সর্বপ্রথম তিনটি ভাষায় (আরবী, বাংলা ও ইংলিশ) ভাষায় আপনাদের খেদমতে এ সফটওয়্যারটি পেশ করার তাওফিক দিয়েছেন। বাংলাদেশ সহ প্রবাসী অনেকে আমাদের এ কাজে সহোযোগিতা করেছেন। যেহেতু আমাদের প্রথম ভার্সন বের হয়েছে ভূল-ত্রুটি থাকাটাই স্বাভাবিক। নতুন ব্যবহারকারীদের জন্য আলাদা একটা ফাইলে ছবি আকারে ব্যবহার পদ্বতি দেখানো হয়েছে যা অতি সহজ।

আমরা এখনো বানান ভূলগুলো শুদ্ধ করছি। আপনাদের নিকট অনুরোধ থাকবে যদি কোন ভূল দেখতে পান আমাদের অতি স্বত্তর জানাবেন নিম্নলিখিত মেলে। কিছুদিন পর পর আপনাদের নতুন আপডেট ভার্সন জানাতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ। দেশের বিভিন্ন প্রান্তের সম্মানিত ভায়েরা বিনা পারিশ্রমিকে অক্লান্ত পরিশ্রম করে অতি দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছেন যার বেশিরভাই ছাত্র। আমাদের উদ্দেশ্য ২৮ কোটি বাংলাভাষীর জন্য সম্পূর্ন বিনামূল্যে বাংলা হাদিসের ইউনিকোড সফটওয়্যার ও ৭৫০ কোটি মানুষের জন্য আরবী ও ইংলিশ ভাষায় ইউনিকোড সফটওয়্যার সৃষ্টি করা যা আমাদের জানামতে আমরাই পৃথিবীকে সর্বপ্রথম।

ইনশাআল্লাহ আমরা EPub, Mobi Application, IPhone Apps, Android Apps, jQuery Mobile template, Amazon Kindle তৈরী করছি ও কয়েকদিনের মধ্যে আপনাদের সেবায় পৌছাঁতে পারবো বলে আশা রাখি। আল্লাহর রহমতে আমরা আরো সহিহ হাদিস ডিজিটালাইজড করছি। আমাদের আরো নতুন “হাদিস এন্ট্রি সেচ্ছাসেবক” প্রয়োজন। এ মহৎ কাজে আমাদের সহোযোগিতা করুন ও অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন। DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম) শাহরিয়ার আজম মেইল এড্রেস- Mob-01714351057 Click This Link এ সফটওয়্যার আপডেট নিম্নলিখিত ওয়েবে পাওয়া যাবে- facebook.com/dbht1 http://islamk-janun.blogspot.com/ facebook.com/alquranscience http://www.facebook.com/quranobiggan http://muslim.zohosites.com/ http://www.quranic-science.blogspot.com/ http://muslim-teacher.blogspot.com/ http://alquranobiggan.blogspot.com Click This Link http://quran-science.webs.com/ http://lovemuslim.yolasite.com/ http://loveallah.hpage.com/ http://allah.jigsy.com http://islamic3.wordpress.com/ https://sites.google.com/site/islamictune ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.