আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়, বাংলা কম্পিউটিং এবং আমি...

বি:দ্র: এই ব্লগারের কোথাও কোন মালটি নিক নেই এবং এই ব্লগার কাহারো মাল্টি নিক নয়।

আমি SSCর পর একটা স্থানীয় একটা কম্পিুটার শেখার প্রতিষ্ঠানে কোর্স শুরু করি। তখনও বাসায় কম্পিউটার আসেনাই। সেখানে MSOffice এর কোর্স করেছিলাম। তখন বিজয়ের সাথ পরিচয়।

কিবোর্ডে কোন বাংলা ছিল না। লেয়াউটের ফটোকপি দেখে টাইপ করতাম। কয়েক দিন টাইপ করেই মুখস্থ হয়ে করে ফেলেছিলাম। আর লেয়াউট দেখা লাগত না। এরপর বাসায় কমপিউটার আসল।

গেম মুভি আর গানশোনা ছাড়া কাজ তেমন ছিল না। লেখালেখি যা করতাম অন্যের অনুরোধে আর নিজের শখে। তখন বাংলা বলতে বুঝতাম বিজয়। এরপর নেট আসলো। বাংলা ফোরাম ব্লগে ঘুরাঘুরি শুরু হল।

দেখলাম নতুন এক দুনিয়া। শুধু দেখিই লিখতে পারিনা। পরে বুঝলাম ইউনি কোড আসকি কোডের প্যাচগোজ, পাইলাম অভ্র। লিখতাম আর অবাক হয়ে তাকাই থাকতাম আরে আজিব বুজলো কেমনে আমি এইডাই লিখতে চই?! লিখতে কিছুটা কষ্ট হত কিন্তু মজা পেয়ে গেলাম ফনেটিকের। এরপর বুঝলাম ওপেন সোর্স লিনাক্স উবুন্টু সেখান থেকে প্রভাত।

প্রভাত ইউজ করে বুঝলাম ফনেটিক এর কিছু দুর্বলতা। আবার কষ্ট করে অভ্যস্ত হওয়া নতুন কিবোর্ডে। যাইহোক এখন আমি প্রোভাতেই সাচ্ছন্দ বোধ করি। কারন এটার অক্ষর বিন্যাস অনেকই সুন্দর ফনেটিকের কাছাকাছি কিনতু ফনেটিক না লেয়াউট মনে রাখাও সোজা। এখন কথা হল একটার পর একটা সফটওয়ার চেন্জ করার কারন কি আগের টা খারাপ ? না মোটেই তা না।

এটা পছন্দের বিষয়। বিজয় বাদ দিয়েছিলাম আসকি কোডের কারনে। বিজয় দিয়ে ওইসময় যদি ইউনিকোড লেখা যেত হয়তো আজকে ও আমি বিজয়ই ইউজ করতাম। আসলে সমস্যা কিবোর্ড বা সফটওয়ারের না। সমস্যা হলা জব্বার আংকেল।

তিনি যদি তার সফটওয়ারের (যদিও...) নিয়ে চুপচাপ থাকতেন। ইউজারের উপর ছেড়েদিতেন যে তারা কোনটা ব্যাবহার করবে তাহলে এতকথা উঠত না। বিজয় যদি ভালোই হয় তাহলে সবাই এমনিতেই ইউজ করবে। অন্য সফটএর বদনামকরে খারাপ দেখান লাগবে না বা আইন করে সবাইকে বিজয় ব্যবহারে বাধ্য করা লাগবে না। ছোটবেলায় বিটিভি তে তার কম্পিউটার বিষয়ক অনুষ্ঠান দেখে কম্পিউটারের উপর আগ্রহ জন্মায়।

কিন্তু তারই এমন ছোটলোকিপনা দেখতে সত্যিই বিরক্ত লাগে। [ব্লগে বিজয় / অভ্র নিয়া খুব লেখালেখি চলছে। আমিও কয়েকটা লেখায় কমেন্ট করেছি । তাই মনে হল নিজের মতামতটাও জানান উচিৎ। কেউ কেউ এটাকে হুজুগ বা বেশি মাতামাতি বলছে আমি বলব না।

যেটা ঠিকনা তার বিষয়ে প্রতিবাদ জানানোর উপায় যদি থাকে তাহলে কেন জানাব না?]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।