আমাদের কথা খুঁজে নিন

   

নাগরিকত্ব বাতিল হওয়া দালালেরা কে কোথায় ?



মুক্তিযুদ্ধকালে দেশদ্রোহিতার অপরাধে নাগরিকত্ব বাতিল হওয়া ৪২ রাজাকার আলবদররা এখন কে কোথায় ? বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেয়ায় অন্যদের পাশাপাশি এদের নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে । ৭১ মুক্তিকামী মানুষ দেশকে পাকহায়েনাদের হাত থেকে মুক্ত করতে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে । এ সময় এই ৪২ ব্যাক্তিসহ অনেকেই পাকবাহিনির সহযোগী হিসেবে ভুমিকা রাখে । মুক্তিযুদ্ধের ন,মাস শেষে ১৬ই ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পনের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হলেও ওরা বসে চিল না । এই সব অপরাধীরা বিদেশের মাটিতে পাকিস্তান পুনরুদ্ধার আন্দোলনের নামে নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকে ।

১৯৭৩ সালের ১৮ই এপ্রিল দালালি এবং স্বাধীনাতাবিরোধী কার্যকলাপের অবিযোগে ৪২ জনের নাগরিকত্ব বাতিল করা হয়। নাগরিকত্ব বাতিল হওয়াদের মধ্যে ছিল ১। গোলাম আজম ২। হুমায়ুন খাঁন পন্নি ( খালেদা সরকারের প্রথম মেয়াদের ডেপটি স্পিকার ) ৩। রংপুরের কাজী কাদের ৪।

ইকবাল ইদ্রিস (চট্রগ্রাম ) ৫। রাঙ্গা মাটির রাজা ত্রিদিপ রায় চাকমা । ৬। অধ্যাপক আব্দুল খালেক (টাঙ্গাইল ) ৭। অধ্যাপক হারুনার রশিদ মোল্যা (খুলনা) ৮।

অধ্যাপক এম এ হক (কুমিল্লা ) ৯। এস এ শুক্কুর (কুমিল্লা ) ১০। মওলানা আশরাফ আলি (কুমিল্লা ) ১১। একিউএম শফিকুর রহমান (কুমিল্লা ) ১২। মওলানা আব্দুর রহিম ( বরিশাল-৭৯ আইডিএল এর এমপি ) ১৩।

মওলানা তমিজউদ্দিন আহমদ (বরিশাল ) ১৪। এ্যাডভোকেঠ জুলমত আলি খান (ময়ময়নসিংহ ) ১৫। হামিদুল হক চৌধরী (ফেনী) ১৬। এটি সাদী (বগুড়া - জিয়ার মন্ত্রী ) ১৭। আব্দুল জব্বার খদ্দর (নোয়াখালী ) ১৮।

শফিউল্লাহ বিএইচ বিটি (নোয়াখালী ) ১৯। মহিউদ্দিন চৌধরী (নোয়াখালী ) ২০। সায়েদুল হক (নোয়াখালী ) ২১। নুরুল আমিন (কিশোরগন্জ-পাকিস্হানের যুদ্ধ কালিন প্রধান মন্ত্রী ) ২২। অধ্যাপক ইউছুফ আলী (কিশোরগন্জ) ২৩।

মাহমুদ আলী (কিশোরগন্জ ) ২৪। মিসেস সৈয়েদা ফাতেমা সাদেক ( কিশোরগন্জ বিএনপির সাবেক এমপি ) ২৫। মিসেস শামীম হুসাইন (কিশোরগন্জ ) ২৬। আবু তাহের আবদুল্লাহ (কিশোরগন্জ ) ২৭। সৈয়েদ কামাল হোসেন রিজভী (কিশোরগন্জ ) ২৮।

সামছুউদ্দিন আহমেদ (কিশোরগন্জ ) ২৯। এম এ লস্কর (কুমিল্লা ) ৩০ । শেখ আনসার আলি (খুলনা -জামায়াতের সাবেক এমপি) ৩১ । ব্যারিষ্টার কোরবান আলি (পাবনা ) ৩২ । সৈয়েদ আজগর হোসেন জায়েদী (পাবনা ) ৩৩ ।

আক্কাস আলি (পাবনা ) ৩৪ । রওশন আলী (পাবনা ) ৩৫ । মওলানা ফজলুর রহমান (বরিশাল ) ৩৬ । শাহজাহান চৌধরী (বরিশাল ) ৩৭ । ফজলে রব চৌধরী (বরিশাল ) ৩৮ ।

ওয়হিদুজ্জামান ( ফরিদপুর ) ৩৯ । শামছুর রহমান (ফরিদপুর) ৪০ । গোলাম ওহেদ চৌধরী (ফরিদপুর) ৪১ । অধ্যাপক আব্দুল খালেক (ফরিদপুর ) ৪২ । অধ্যাপক আব্দুল হাকিম (ফরিদপুর ) নাগরিকত্ব বাতিল হওয়া সবার স্হাবর- অস্হাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয় ।

১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে খোন্দকার মোশতাক ক্ষমতা দখল করার পর ৪২ ব্যাক্তির মধ্যে ১১ জনের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয় । সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে তারা রাজনৈতিক অধিকারও ফিরে পান । এ দালালদের কেউ কেউ মারা গেছে, কেউ কেউ বিদেশে পালিয়ে আছে আবার কেঊ কেঊ জামাতশিবির বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত । সুত্র : বাংলাদেশ অবজারভার পত্রিকা, সমকাল পত্রিকা এবং ৭১ এর দালালেরা কে কোথায় নামক গ্রন্হ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.