আমাদের কথা খুঁজে নিন

   

বখাটে নিয়ন্ত্রণের নতুন উপায় পেয়েছি !

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।

প্রিয় ব্লগারগণ, আমি বাংলাদেশের বখাটের নিয়ন্ত্রণের একটি উপায় খুঁজে পেয়েছি। সবিনয়ে আপনাদের সামনে উপস্থাপন করছিঃ প্রতিটি শিশুই জন্মের সময় ফুলের মতো পবিত্র থাকে। অসহায় মানব শিশুকে মা-বাবা পরম মমতায় বড় করে তুলেন।

মা-বাবা একটি শিশুর সব। গাইড বলেন,ফিলোসফার বলেন, শিক্ষক বলেন মা-বাবার চেয়ে বড় কেউ নেই। জন্মের পর প্রতিদিনই শিশু বড় হতে থাকে। ধীরে ধীরে তারা মা-বাবার কাছ থেকে দূরে সরে যেতে থাকে। একটি শিশু যখন থেকে স্কুলে যেতে শুরু করে তখন থেকে সে সম্পূর্ণ একটি নতুন জগতে প্রবেশ করে।

নানান ঘরের নানান জাতের আর ধর্মের শিশুদের সাথে তার পরিচয় হয়। ফলে তার আচরণের পরিবর্তন ঘটতে শুরু করে। এ সময় তার মাঝে নেগেটিভ গুণাবলী তার খারাপ হয়ে যাবার সম্ভাবনা দেখা দেয়। আজকের সব চেয়ে খারাপ মানুষটিও এক সময় শিশু ছিল এবং সেও ছিল ফুলের মতো পবিত্র। পরিবেশের দোষে তারা খারাপ হয়ে গেছে।

তাই যত ক্ষণ একটি শিশু বাসায় থাকে ততক্ষণ মা-বাবার উচিত তাকে সময় দেয়া। তার খোঁজ-খবর নেয়া। তাকে গাইড করা। তাকে নৈতিকতা শিক্ষা দেয়া এই সময় মা-বাবার প্রধান কাজ । এ কাজে অবহেলা করার কোন সুযোগ নেই।

করলে ছেলে-মেয়ে খারাপ হয়ে যেতে পারে। আর ছেলে-মেয়ে খারাপ হয়ে গেলে এক জন মানুষের জীবনই ব্যর্থ। টিনেজ ছেলে-মেয়েরা তাদের জীবনের এক কঠিন সময় পার করে। ছেলেরা অযথা মেয়েদের স্কুলের সামনে দাড়িয়ে আড্ডা দেয় আর মেয়েদেরকে টিজ করে। একারণে শত শত মেয়ে প্রতিদিন অপমানিত হচ্ছে।

আত্নহত্যার ঘটনাও কম নয়। এর পেছনে প্রধান কারণ মা-বাবার ছেলে সন্তানের প্রতি অতিমাত্রায় উদাসীনতা। তারা টাকা দিয়েই খালাস মনে করেন। ছেলে কি করছে, কোথায় যাচ্ছে কোন খবর রাখছেন না। ফলে মা-বাবা হয়েতো জানেনই না যে তাদের আদরের ছেলেটি কোন এক বালিকা বিদ্যালয়েল গেটে দাড়িয়ে বিড়ি ফুকছে আর মেয়েদেরকে বিরক্ত করছে! শুনতে খারাপ মনে হলেও এটাই আজকের বাস্তবতা।

বখানে নিয়ন্ত্রণে দেশের টিভি ও পত্রিকাগুলো সব চেয়ে ভাল ভূমিকা রাখতে পারে। প্রতিদিন পত্রিকায় আগের দিনের কম পক্ষে একটি স্কুলের সামনে থেকে কিছু বখাটেদেরকে পুলিশের সহায়তায় ধরে এনে কানে ধরিয়ে মা-বাবা সহ দাড় করিয়ে ছবি তুলে পত্রিকার প্রথম পাতায় ছাপাতে হবে। সন্তানের অপরাধের জন্য তারা ৫০% হলেও দায়ী। তারা কি শাস্তি পাবে না!টিভিগুলো প্রতিদিন কম পক্ষে ১০ মিনিটের একটি প্রতিবেদন বখাটে ও তাদের মা-বাবাদের কানে ধরা ছবির প্রতিবেদন প্রচার করতে পারে। ধারাবাহিক এই প্রতিবেদন খুব কাজ দেবে বলে আমি মনে করি।

সরকার কর্তক বখাটেদের মা-বাবার ছবি সহ পোস্টার বের করে প্রদশর্ন করা যেতে পারে। বিজ্ঞাপনের জগতে একটি কথা আছে: প্রচারেই প্রসার। তবে বখাটে জগতের এই সব অভাবিত প্রচারনা বখাটেপনা কমাতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।