আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় স্বরাস্ট্র মন্ত্রী সন্ত্রাসী,খুনী,ধর্ষক,বখাটে এরা বাংলাদেশের শত্রু, মানবতার শত্রু প্লীজ দলের স্বার্থে এদেরকে পার পাইয়ে দেবেন না।


কিছুদিন আগে আমাদেরই এক সহব্লগার মাননীয় প্রধামন্ত্রীকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছিলেন,চিঠি আমাদের সবাইকে আলোড়িত করেছিল এবং সেটি স্টিকি পোষ্টও হয়েছিল। কিন্তু আমরা জানতে পারিনি যাকে উদ্দেশ্য করে লিখা তিনি সেটা পড়েছিলেন কিনা ? তো সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা পেয়ে আমি আজকে আমার লিখার শিরোনাম করেছি মাননীয় স্বরাস্ট্র মন্ত্রীকে উদ্দেশ্য করে এবং আমি ১০০% শিওর তিনি এ সব পড়বেনওনা এবং তাতে আমার কিছু যায় ও আসেনা। এবার আসি মূল কথায়, গত ১৫ দিন যাবৎ আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এমন একটি দিন নেই যেদিন নিউজ পেপারে খুন,ধর্ষণ এবং বখাটেপনার খবর আসেনি এবং এগুলো সংঘটন করা হচ্ছে এতো নৃশংসভাবে যেন মনে হচ্ছে আমরা আইয়ামে জাহেলিয়াতের যুগে বাস করছি এবং আমার ব্যক্তিগত ধারণা অবস্থা তার চেয়েও খারাপ কারণ তাদের উদ্ধার করতে নবীজী এসেছিলেন কিন্তু আমাদের ভাগ্য অতটা ভালনা। মাননীয় স্বরাস্ট্র মন্ত্রী আপনি এগুলো না দেখে থাকলে অবাক হবনা কারণ আপনার মতে দেশের আইন শৃঙ্খলার অবস্থা এখন খুবই ভাল। গতকালকে কালের কন্ঠে দেখলাম বখাটেরা এক মেয়ের জিহ্বা কেটে নিয়েছে, তার আগে পিংকি নামের কিশোরীকে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে মেরেছে, এইসব শুয়োরের বাচ্চাদের জন্য প্রাণ দিতে হয়ছে এবং হচ্ছে ইলোরা,পিংকি সহ অসংখ্য মেয়েকে এবং ঘটনা পড়লে বোঝা যায় এগুলোর প্রতিটার সাথে জড়িত আছে এলাকার ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিরা কিন্তু প্রসাশন কি করছে? কিছুই করতে পারছেনা কারণ উপর থেকে অর্ডার নেই, কারণ এইসব প্রভাবশালীরাই দলকে টিকিয়ে রাখে আর এজন্য এদেরকে নাড়তে গেলে প্রশাসনের উপরওয়ালাদের দলের ভাবমূর্তি নষ্ঠ হয়।

এজন্য প্রসাশন এখন হয় ঘুমায় নয়ত বিশেষ তেল মালিশে ব্যস্ত থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের এক প্রখ্যাত বিশ্ববিদ্যালয় কিন্তু কি তার অবস্থা !!গত ৩ মাসে সেখানে রাজনৈতিক কারণে খুন হয়েছে ৩ জন মেধাবী ছাত্র,ছাত্রলীগ টালমাটাল অবস্থা করে ফেলেছে চট্টগ্রাম শহরের। দলীয় বিবেচনায় কিছুই হবেনা ওদের। আবার যখন বিএনপি ক্ষমতায় যাবে তারাও শুরু করবে প্রতিশোধের রাজনীতি, দলীয় প্রসাশনের ছত্রছায়ায়। এখন যারা খুন হয়ছে ছাত্রলীগের হাতে তাদের ভাগ্যে হয়ত কোন বিচারই জুটবেনা যেমন জুটছেনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকরের আর এভাবে যদি দেশটা চলতে থাকে তবে তা কোথায় গিয়ে দাঁড়াবে তা ভাবতেও গাঁ শিউরে উঠে।

মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী আপনার হাতে ক্ষমতা আছে অনুগ্রহ করে তা সঠিক কাজে ব্যবহার করুন দেশকে একটু ভাল রাখুন। আপনে অনেক জানেন বোঝেন,তবে হয়ত এইটুকু জানেন না সন্ত্রাসী,খুনী,ধর্ষক,বখাটে এরা কোন দলের হয়না এজন্য প্লীজ এদের জন্য আপনার আঁচল প্রসারিত করবেন না, সঠিক ভাবে এদের বিচার করুন আর নিজেদেরকে বিবেকের কাছে পরিস্কার রাখুন। আর একটু অনুধাবন করুন দেশটা না বাঁচলে আপনার দলটাও কিন্তু বাঁচবেনা, এইজন্য এখনই কিছু করুন নতুবা একদিন আপনিই হয়ত এর জন্য অনুতাপ করবেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.