আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে বিদ্যুৎ ও সরকারের দলীয়করণ ও টেন্ডারবাজির বিরুদ্ধে জেএসডি’র মানববন্ধননোয়াখালীতে বিদ্যুৎ ও সরকারের দলীয়করণ ও টেন্ডারবাজির বিরুদ্ধে জেএসডি’র মানববন্ধন



নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সন্ত্রাস, দুর্নীতি, দলীয়করন ও টেন্ডারবাজি বন্ধ, দেশে ৮টি প্রদেশ ও দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং উপজেলা পরিষদে সংসদ সদস্যদের কর্তৃত্ব বাতিলের দাবীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আজ নোয়াখালী জেলা সদর মাইজদী টাউন হল চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করে। সকাল ১১টায় স্থানীয় টাউন হল চত্বরে এক ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেএসডি নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ স্বত:স্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। মানববন্ধনটি শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত হয়। সমাবেশে জেএসডি’র নেতা আবুল খায়ের বিএ, চেয়ারম্যান আবু ছায়েদ, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, এসএম শাহজাহান, এ্যাডভোকেট কাউছার নিয়াজি ও জুনায়েদ চৌধুরী উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.