অভ্র, যুগান্তকারী বাংলা লেখার সফটওয়ার। জটিল কিবোর্ড লেআউট মুখস্থ করতে না পেরে যারা বাংলা লেখাকে ভুলতে বসেছিলেন, বিদেশী ভাষায় চালিয়ে যাচ্ছিলেন বাংলা লেখা, তাদের জন্য, আমাদের সবার জন্য আশীর্বাদ হয়ে আসে ফ্রি সফটওয়ার অভ্র। অভ্রর সহজবোধ্য লেখার উপায় ও ইউনিকোড ভিত্তিক ফন্টের কারণেই আজকের ব্লগিং জগতে বাংলার এই সদর্প পদচারণা। এই গ্রুপটিতে আমরা অভ্র নিয়ে কথা বলবো, অভ্রর এই সঙ্কট মুহূর্তে প্রিয় সামহয়ারইন ব্লগের ব্লগারদের কণ্ঠে ধ্বনিত হবে - "ভাষা হোক উন্মুক্ত"।
জনকণ্ঠ প্রত্রিকায় প্রকাশিত মোস্তফা জব্বারের লেখাটি পড়লাম।
সেখানে জব্বার সাহেব অভ্রকে নিয়ে যে বাজে মন্তব্য করেছেন তা অভ্রর একজন ব্যবহারকারী হয়ে আমারও চরম অপমান লেগেছে। অভ্রর জনক মেহেদি ভাই কি করে এই মিথ্যা অভিযোগ সহ্য করছে জানি না। কিন্তু আমরা হাজার হাজার অভ্র ব্যবহারকারী আজ ক্ষোভের আগুনে জ্বলছি। তার প্রমান বাংলা ব্লগ গুলো খুললেই পাওয়া যাচ্ছে।
মোস্তফা জব্বারের কুকর্ম ও বাংলাকে ব্যাবহার করে ব্যবসা করার জন্য আজ যে জনমত সারাদেশে তৈরি হয়েছে তা কাজে লাগিয়ে জব্বার সাহেবের মুখোশ উম্মোচন করার সময় এসে গেছে।
এ যাত্রা যদি উনি রক্ষা পেয়ে যায় তাহলে উনাকে আর ঠেকিয়ে রাখা যাবে না। এরপর যা খুশী তাই করবেন, যা খুশী তাই বলবেন। আমি অভ্রর জনক মেহেদি ভাইয়ের কাছে অনুরোধ করছি আপনি জব্বার সাহেবের নামে মানহানি মামলা করুন। প্রয়োজনে আমরা হাজার হাজার ব্লগার চাঁদাতুলে সেই মামলা চালাব। অন্যায়ের কাছে মাথানত করবেন না মেহেদি ভাই।
ব্লগ লিখে, প্রত্রিকায় প্রতিবাদ পাঠিয়ে জব্বার সাহেবকে ঠেকানো যাবে না। এখন সরাসরি এ্যাকশন চাই।
যদি জব্বারের বিরুদ্ধে মানহানি মামলা করা হয় এবং মামলা পরিচালনার জন্য যারা আর্থিক ভাবে সাহায্য করতে ইচ্ছুক তার হাত তোলেন।
মোস্তাফা জব্বারের ই-মেইল দিয়ে দিলাম। আপনার প্রতিক্রিয়া সরাসরি জানিয়ে দিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।