রাতের বয়স অল্প,মেঘেরা হয়েছে বুড়ো।
জোছনার হয়েছে অভিমান,
পথিকের পায়ে জল।নিঃসঙ্গ-জোনাকী
একে একে পাড়ি দেয় ঘুমের বাড়ি।
নিরব নিশীথে নাইতে নামে পথ,
একাকী রাতের সঙ্গী আমি।
বৃষ্টি আনমনে চিঠি লিখে যায়
এলো চুলের বনে।
কপোল ছুয়ে যায় টিপ টিপ ফোটায়।
শূন্যতা চোখ মেলে,ভালবাসার অলিগলিতে
পিছু ফিরে চায়-তৃষ্ঞায়,শুধু
তোমার ঠোটে স্বপ্ন ছোয়াতে।
১০.০৮.২০০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।