আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"
তুমিই আমার কবিতার কোনো লাইন
কালের গর্ভে গিয়েছিলে হারিয়ে
অলিখিত কবিতা,কী সুন্দর তার বচন !
খেয়ালী মন,বিনিদ্র রজনী,
সুরমা চোখে মলিন অনুভুতি
বিরহ শয্যায় অপ্রস্তুত আমি
বার বার ফিরে পেতে চাই তোমাকে
এসো আমার কবিতার খাতার অঞ্চলে.....
ওগো নিষ্ঠুর অপচ্ছায়া
মায়া হীন কায়া
একটু করুনা ভিক্ষা দাও মোরে
এসো মোর হৃদয় জুড়ে।
হে অব্যক্ত সময়
ভুলিয়ে দিয়েছ ,আমার সুমধুর পংক্তিকে
কোন অন্ধকারে রেখেছ তাকে
দিবা নিশি আমি খুঁজি যাকে।
মন বলে................
একদিন গোধূলী বেলায়,ঘরের দোরগোড়ায়
ছিলাম বসে ভাবতে ছিলাম তোমারি কথা
এমন ই দিনে হিমেল হাওয়ার রথে চড়ে
এসেছিলে তুমি মোর হৃদয় অংগনে
ছুঁতে চাইলাম দিলে না ছুঁতে
স্মৃতি করে রাখতে চাইলাম, দিলে না........
চলে গেলে তুমি দ্রুত পবন রথে
যেতে যেতে বললে.........
যাতনা নিয়ে আমার সহবাস
পরম সুখে আমার সর্বনাশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।