একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...
সামাজিক যোগাযোগের সাইটে নারী জন্ম থেকেই জনপ্রিয়। সামাজিক যোগাযোগের সাইটগুলো এখন আর মেইল মেসেনজার এর মধ্যে সীমাবদ্ধ নেই। আছে ফেইসবুক, আছে টুইটার এবং আমাদের প্রিয় অথবা অপ্রিয় এই ব্লগ।
---------------------------------------------------------------
এ লেখার মূল বক্তব্যের সাথে যদি একমত হতে না পারেন তবে নিজেই তা প্রমান করুন।
স্টেপ ১: যেকোনো সামাজিক যোগাযোগের সাইট, যেমন ফেইসবুকে দুটো আইডি খুলুন, একটা পুরুষ নামে এবং আর একটা নারী নামে।
দুটো আইডির ইনফরমেশন গুলো ভিন্ন দিন। কিছু বন্ধু বানান এবং একটিভ থাকুন।
স্টেপ ২: একই স্ট্যাসাস দুটো আইডিটে পেষ্ট করুন। শুরুতে হয়তো কোনো ফল পাবেন না। তবে আপনার বন্ধু সংখ্যা যখন ৫০ অতিক্রম করবে তখন দেখবেন যে আইডিটা নারী নামে খুলেছেন সেখানে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে।
অথচ যে আইডিটি ছেলে নামে খুলেছেন তাতে তুলনামূলকভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট খুবই কম।
মেয়ে আইডটিতে আপনার বন্ধু সংখ্যা ক্রমেই বাড়তে থাকবে যদি আপনি একটিভ থাকেন। এরপর দেখুন আপনি স্ট্যাটাস দিলেই কেমন রিপ্লাই হয়। আপনি ছবি আপলোড করলেই কেমন মন্তব্য পড়ে। অথচ একই স্ট্যটাস আপনি ছেলে আইডিটে পেষ্ট করে তেমন কোনো রিপ্লাই পাবেন না।
একই ছবি আপলোড করে কোনো মন্তব্য পাবেন না।
ব্লগের পোষ্ট এর ক্ষেত্রেও ঠিক একই রকম ঘটবে। পুরুষ হিসেবে ব্লগে জনপ্রিয় হওয়ার জন্য আপনাকে অনেক সময় ব্যায় করতে হবে। আপনার সময় না থাকলে আপনি যতই ভালো লিখুন না কেনো জনপ্রিয় হতে হলে অনেক কষ্ট করতে হবে। তবে কমিউনিটি থাকলে অন্য ব্যাপার।
যাই হোক, সামাজিক যোগাযোগের সাইটে নারী জন্ম থেকেই জনপ্রিয়। আর, ব্লগে বেশী হিট এবং জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকেই নারী আইডি খুলে ব্লগিং করেন। যেমন আমাদের জেসমিন আপা... যাই হোক, আপাকে নিয়ে নাই বললাম!
বিঃ দ্রঃ মূল দোষটা তাদের, নারী দেখলেই যাদের "গুলফামের" কবিতা আবৃতি করতে ইচ্ছে হয়!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।