আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রতিক অতীতে দেখা, ভালো লাগা ৫টি রোমান্টিক মুভি।

^^^^^^^^^
Leap Year (2010) নায়িকার খায়েশ ছিল তার বয়ফ্রেন্ডকে আইরিশ ট্রেডিশন অনুযায়ী লিপডে তে প্রপোজ করবে। আমেরিকান মহিলার খায়েশ বলে কথা, লিপ ডে'র একদিন আগে উড়াল দেয় ডাবলিনের উদ্দেশ্যে যেখানে তার বিএফ অবস্থান করছিল। কপালে দুঃখ থাকলে খন্ডায় কে, ব্যাড ওয়েদারের কারনে প্লেন কার্ডিফে ল্যান্ড করে, তয় মহিলার সাহস আছে বটে। নৌকা ভাড়া কইরা রওনা দেয় আয়ারল্যান্ডের উদ্দেশ্যে। পরে দেখা হয় আরেক রোমিওর লগে...... কাহিনী আগায়া যায়...... এখান থেকে টরেন্ট নামান, আর এইখানে টোকা দিয়ে দেখেন Love Happens (2009) লায়ক একজন ভাল বক্তা, লেখক।

একটা ওয়ার্কসপে এক মাইয়ারে দেখে ভালা লাগে তার। এরপর খুঁটিনাটি মনে নাই আমার। তয় মুভিটা ভালা লাগছিল। এখান থেকে টরেন্ট নামান (500) Days of Summer (2009) সদ্যা ছ্যাকা খাওয়া লায়ক তার অফিসে নতুন আসা একজনরে দেখে ভালা ফায়। দুইজনের সম্পর্কে অনেক জল গড়ায় তয় তারা নিজেরাই মনে হয় কনফিউজড থাকে তাদের সম্পর্ক নিয়া।

একপর হঠাৎ একজনের এনগেজমেন্ট অন্যজনের জীবনে এক ন্যারো ইউটার্ন আইনা দেয়। মুভিটা দেখে মনে হইছে ভালোবাসা ব্যপারটা খুব কঠিন আবার খুব সহজ এখান থেকে [link|http://torrents.thepiratebay.org/5153829/(500)Days_of_Summer.[2009].RETAIL.DVDRIP.XVID.[Eng]-DUQA.5153829.TPB.torrent|টরেন্ট] নামান, আর এইখানে টোকা দিয়ে দেখেন The Ugly Truth (2009) এই মুভিটায় একটা খেলনার ব্যবহার আছে। খুব মজা পাইছিলাম জিনিসটা দেখে। দ্যা আগলি ট্রুথ, টিভি শো এর উপস্থাপক(লায়ক) তার প্রযোজকরে(লায়িকা) তার বিএফ এর সাথে সেট করে দিতে সাহায্য করে। তবে মজার ব্যপার হইল, এইডা করতে গিয়া তারা নিজেরাই কাইত এখান থেকে টরেন্ট নামান, আর এইখানে টোকা দিয়ে দেখেন Forgetting Sarah Marshall (2008) এইটা একটু পুরান হইছে, ২০০৮ এর।

১৭+। লায়করে আমি প্রথমে মদন মনে করলেও পরে দেখি ঠিকই আছে। প্রথম লায়িকারে শেষে কেমনে করে পল্টি দিছে, দেখার মত। মুভিটা আমার কাছে ভালো লাগছে। হাওয়াই এর লোকেশন দেখলে মন এমনিতেই রোমান্টিক হয়ে যায়..... এখান থেকে টরেন্ট নামান, আর এইখানে টোকা দিয়ে দেখেন
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.