ধর্ম ব্যবসায়ীদের কাছে ধর্ম নিরাপদ না। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের কাছে দেশ নিরাপদ না। নাস্তিকেরা মৌলবাদীদের থেকে উন্নত মানুষ না।
আ.লীগ বাদে ব্যবাক সবাই যুদ্ধাপরাধী! নিজামীদের বিচার হবে সাথে খালেদা জিয়ার। এই মাত্র শুনলাম তারেক জিয়া ও পাকিস্তানীদের পক্ষ হয়ে মুক্তিযুদ্ধা মুসা বিন শমসের কে আটক করে ছিলো ৭১ সালে।
আর খালেদার ভাই যুদ্ধাপরাধী সাঈদ ইষ্কান্দার বর্তমান মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের বাপ বীর মুক্তিযুদ্ধা নুরা মিয়া কে বেদম নির্যান্ত করেছে। যারা এই ইতিহাসের অবমাননা করবে তারা ব্লগে ছাগু আর দেশে রাজাকার যুদ্ধাপরাধী , দেশ জাতি যে নিত্য নতুন ইতিহাস জানতেছে ইহা কিন্ত অনেক বড় চেতনার বিষয়। এখন অনেক আ.লীগারে কইবে "খালেদা জিয়া" কে যারা যুদ্ধাপরাধী বলে না তারা জারজ। ছাগু, মগ বাজারী গেলমান।
আসেন সবাই মিলে বীরঙ্গণা মুক্তিযুদ্ধের বন জঙ্গলের আতংক সৈয়দা সাজেদার পাশে দাঁড়িয়ে যুদ্ধাপরাধী খালেদার বিচার করি।
আর শেক সেলিমের বেয়াই মুসা বিন শমসের মতো মুক্তিযুদ্ধের সংগঠক হই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।