আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা : স্বপ্নরা অনুভূতি শূন্য

∞ দিনের শুরু রাতের শেষক্ষণে যাকে খুজে পাও আমি সেই সকাল ∞
স্বপ্নরা : তারপর; সে আধারিতে ছড়িয়ে দিলো স্বপ্নের রোশনাই; আমাকে কুড়াঁতে ডাকলো। আমি হাটু ভেঙ্গে বসতেই স্বপ্নরা এদিক ওদিক ছুটে পালালো, আমি ছুঁতে পারলাম না। আমি চোখের পুষ্পে গাথঁতে পারলাম না; সপ্নিয় মাল্য। অনুভূতি : ঝিঁ ঝিঁ ডাকা এক রাতে, সে ছিলো আমার সাথে। স্পর্শ নিতে চাইলো; চোখে, কপালে, অধর, গ্রীবা সব চাইলো, আমি ভাস্কর্যের মতো দিলাম। অনুভূতি পেলাম না; কেমন যেন তন্দ্রাচ্ছন্ন !!! কিছু জাগলো না মনে; অনুভূতি এলো না; ঝুলে রইলো; আকাশের গায়। শূন্য : এক ভর দুপুরে সে আমায় বললো; কূয়োতে ঝাপ দাও পরিপূর্ন জলরাশি পাবে; আমি ডুব দিলাম; কত পথ পেরুলাম। শীতলতা পেলাম, তবু শূন্যতা আমার পিছু ছাড়লো না; অধিকন্তু শূন্যই রয়ে গেলাম।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.