আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যন্ত অঞ্চলের সংস্কৃতি, গণ নাট্য বিষয়ক দুই প্রস্ত



বাংলা লোকজ সমস্কৃতির আরেক ধারা আধুনিক মঞ্চনাট্য যা মূলত ইউরোপীয় ধারা হতে ধারন করে এদেশের মাটির রসে মিশিয়ে মৌলিক সমপূর্ন একটি মাধ্যম। তবে শেকড়ের প্রস্তুতি তারও আগের। যাত্রা পালা, পুতুল নাচ, বায়োস্কোপ। বৃহত্তর খুলনার অনেক নাট্য সঙ্গগঠনের মধ্যে আমাদের পান্তরা নাট্যগোষ্ঠির যাত্রা ১৯৯৭ সালের বিজয়ের মাস ডিসেম্বরে। আমাদের তৃতীয় নিবেদন গন্ধম এই জেলা এবং স্বয়ং ঢাকার বুকে যথেষ্ঠ সমাদৃত হয়েছে। রচনাঃ মোঃ সাফায়েত পরিচালনাঃ সোবাহান আশীক মূল চরিত্রঃ পাভেল, শিউলি, অমিত ঘোষ, পারুল, শাহজাহান, ফারুক, বেল্লাল, রুস্তম এবং মোঃ সাফায়েত সেট পরিকল্পনাঃ আর্শাদ ওহাব। প্রথম মঞ্চায়নঃ যশোর হাইকোর্ট প্রাঙ্গন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.