আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যন্ত অঞ্চলের কিছু ছবি, যারা অনেক দিন ঢাকার বাইরে যায়না শুধু তাদের জন্য

।।।।হেরে যাব বলে তো সপ্ন দেখেনি।।।। পুকুর পাড়ে একটি অর্ধমৃত গাছ.. আমের ফুল দেখে এসেছিলাম .... বনের মাঝখানে অন্যরকম সুন্দর একটি বসত বাড়ী সকাল বেলায় এই মোড়গের ডাকে ঘুম ভেঙ্গেছিল রাতের বেলায় রস চুরি করে খাবার দৃশ্য (উল্লেখ্য আমি গাছে উঠতে পারিনা ) মাছ ধরার দৃশ্য, খেয়াল করে দেখুন মাছ গুলো কি সুন্দর লাফাচ্ছে..... বলেন তো ছবি টি কেমন? আমার তোলা কিন্তু... গত ৩ মাস আগে যশোহর গিয়েছিলাম এক ফুফুর বাসায় বেড়াতে, সীমান্তের কাছা কাছি প্রায়। এত সুন্দর গ্রাম আমি খুব কমই দেখেছি, আমার ভীশন ভালো লেগেছে, মাছ ধরা, রাতের বেলায় রস চুরি করে খাওয়া, যদিও আত্নীয়দের বাগানই, তারপরও না বলে খাওয়ার মজাটাই আলাদা, কি বলেন...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.