আমাদের কথা খুঁজে নিন

   

চার্লি চ্যাপলিনঃ ১২১শে পা...

আমরা সবাই নাৎসি, বাংলা হবে জার্মানী... ;)
সেই ছোট্ট ছোট্ট দুটি পা ঘুরছে দুনিয়া শান্ত দুটি চোখে স্বপ্নের দূরবীন কাছে যেই আসি মুখে ফোটে হাসি তবু কোথায় যেন বাজে করুণ ভায়োলিন । সেই ছোট্ট ভবঘুরে আজও আছে মন জুড়ে মন জুড়ে তার ছবি আজও অমলিন। ভালবাসা নাও, ভালবাসা নাও আমি তোমায় ভালবাসি... চার্লস চ্যাপলিন ইচ্ছে করে আজ ফেলে সব কাজ তোমার পাশে পাশে ঘুরে বেড়াই মুখে নিয়ে হাসি, প্রাণের স্রোতে ভাসি এক সাথে এক সুরে প্রেমের গান গাই | প্রেম প্রেম প্রেম প্রেম প্রেম প্রেম প্রেম প্রেম প্রেম প্রেম লাভ লাভ লাভ লাভ লাভ লাভ লাভ লাভ লাভ লাভ দুর্বার স্বপ্ন, দূর্মর আশা - প্রেম প্রেম প্রেম রুদ্ধ কণ্ঠে ফুটে ওঠে ভাষা - প্রেম প্রেম প্রেম শত্রুর মুখে ছোঁড়ে বেপরোয়া বিদ্রুপ - প্রেম প্রেম প্রেম আবার, মোমের আলোর মত স্নিগ্ধ, অপরূপ প্রেম প্রেম প্রেম ভালবাসা নাও চার্লস চ্যাপলিন... ভালবাসা ছড়াও চার্লস চ্যাপলিন । পৃথিবীর বুকে উষর মরুতে ফুল ফোটাও চার্লস চ্যাপলিন (প্রতুল মুখোপাধ্যায়) স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন (১৬ই এপ্রিল,১৮৮৯ - ২৫শে ডিসেম্বর, ১৯৭৭)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.