স্বপ্নীল.......স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......
ভুমিকা: প্রতি সপ্তাহের শুক্রবার আমার অফিসের আইটি সার্ভিস ডেস্ক থেকে সব এমপ্লয়ির কাছে একটা জেনারেল মেইল করা হয়। মেইলের কনটেন্ট হলো কম্পিউটার ব্যবহার নিয়ে বিভিন্ন টিপস। মেইলের শিরোনাম হলে "সাপ্তাহিক টিপস", মাঝে মাঝে পড়লেও বেশির ভাগ সময় পড়া হয়না। আজকে মেইলটা পাবার পর মনে হলো সামু-ব্লগার ভাইবোনদের সংগে বিষয়টা শেয়ার করলে কেমন হয়? সে ভাবনা থেকেই এ পোস্ট। হয়ত অনকেকিছুই অনেকের জানা থাকতে পারে, তাও অনেক কিছুই বেশ ইন্টারেস্টিং, কারো কাজে লাগলে আমার পোস্ট সার্থকতা পাবে।
এখন থেকে ধারাবাহিক ভাবে "সাপ্তাহিক টিপস" শিরোনামে পোস্ট দেবার ইচ্ছা রইল। এবার মূল বিষয়, মানে আজকের টিপস:
কম্পিউটার ব্যবহারকারী সবাই জানেন সর্টকাট জানা কত উপকারী কাজ করার জন্য। আপনি যত বেশি সর্টকাট জানবেন ততবেশি কাজের গতি বাড়াতে পারবেন। তাই আজকের বিষয় কিছু ইন্টারেস্টিং সর্টকাট।
[Windows Key] + [e] : উইন্ডোজ এক্সপ্লোরার ওপেন হবে।
[Windows Key] + [d] : আপনার কম্পিউটারে খোলা সব উইন্ডো একসংগে মিনিমাইজ হবে।
[Windows Key] + [f] : কম্পিউটারে কোন ফাইল/ফোল্ডার খোঁজার জন্য উইন্ডোজ সার্চ উইন্ডো ওপেন হবে।
[Windows Key] + [l] : খুব দ্রুত কম্পিউটার লক করতে চাইলে এই সর্টকাট কাজে আসবে।
[Windows Key] + [r] : কমান্ড প্রমট এ কোন কিছু লিখতে হলে রান(Run) উইন্ডো দরকার, সেটার জন্যই এই সর্টকাট কাজে আসবে।
সবশেষে
[Alt] + [Tab] দিয়ে আপনার কম্পিউটারে খোলা সব উইন্ডোর একটা থেকে আরেকটাতে যেতে কাজে লাগবে।
আর একটি কথা, [Windows Key ] হচ্ছে কি বোর্ডে ঢেউ খেলানো একটি আইকন, আশা করি বুঝতে পেরেছেন।
ভাল থাকুন সবাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।