আমাদের কথা খুঁজে নিন

   

সাপ্তাহিক ২০০০ এর চরম নোংরামি

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

মানুষ হিসেবে যে কেউ ভুল করতেই পারে এইটা স্বাভাবিক। কিন্তু একই ভুল ২ বার করাটা সম্পূর্ণ অস্বাভাবিক। আলপিনে যা করা হয়েছে তা সবাই পরবর্তীতে মেনে নিলেও, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রথম আলোরই অন্য একটি ম্যাগাজিন তাদের ঈদ সংখ্যায়, কাবা ঘরকে সরাসরি আপমান করেছে। এই রকম দুঃসাহস তারা করলো কিভাবে??? দাউদ হায়দারের রচিত সুতানটি সমাচার শীর্ষক একটি লেখায় কাবাঘরকে বেশ্যাখানার সাথে তুলনা করা হয়েছে (নাউজুবিল্লাহ) বলা হয়েছে এখানে লক্ষনৌ এসেছি বাইজি বাড়িতে যাবো না, লোকে শুনলে কি বলবে?? মক্কায় গেলে কাবা শরীফ দেখবে না কেউ তা কি হয়??? (নাউজুবিল্লাহ) এটা কি রকম অযৌক্তিক কথা হতে পারে?? চিন্তা করেন। এই রাম ছাগল কিসের সাথে কিসের তুলনা করেছে?? আসলে ধর্মকে সরাসরি আঘাত করার সূক্ষ ট্রিক্স ছাড়া এটি আর কিছুই না।

প্রথম আলোর সম্পাদক বলেছেন ইসলামের ইমেজ সম্পর্কে তারা সবসময়ই সচেতন। এই কি তাদের সচেতনতার পরিচয়??? সবচেয়ে আনন্দের খবর হল পত্রিকার এই সংখ্যাটি সম্পূর্ণ রূপে বাজেয়াপ্ত করা হয়েছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এদের তারপরেও শিক্ষা না হলে সরকারকে বাঁকা পথ অবলম্বন করতে হবে এইসকল ম্যাগাজিন এবং পত্রিকার বিরুদ্ধে। চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে মুসলিম দেশের নাগরিক হয়ে এইসব করা আমাদের মানায় না।

আসুন সবাই তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই এদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।