আমার অফিস কেন একদিন ছুটি থাকবে? আমি কি মানুষ না? আমি কি বাংলাদেশের নাগরিক না? আমি বেসরকারি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকুরি করি। গুরূত্বপূর্ণ দায়িত্বে থাকায় আমাকে সপ্তাহে ৩-৪ দিন ওভারটাইম করতে হয় (যদিও ওভারটাইম এর পারিশ্রমিক পাইনা)। অফিস থেকে বের হতে সেই দিনগুলোতে রাত ৭.০০-৭.৩০ বেজে যায়। বাসায় ফিরতে ফিরতে রাত ৮.৩০। তাহলে আমার নিজের জন্য, পরিবারের জন্য থাকে কি?
দিনে ৯-১০ ঘন্টা করে কাজ করি। যখন অফিসিয়াল ট্যুরে যাই তখন তা (দিনে) ১৪-১৬ ঘন্টায় দাঁড়ায়। মানুষ দিনের পর দিন এভাবে আর কতদিন পারে। আমাকে কি সপ্তাহে ২ টা দিন ছুটি দেয়া যায়না?
আমাদের দেশের সরকারি চাকুরিজীবিরা এই সুবিধা পেয়ে থাকেন। শিকরা ১৪ দিন ছুটি পান, তবে গরমের ছুটি, শীতের ছুটি, এই ছুটি সেই ছুটি করে বছবে যে ছটি পান তাও নিশ্চয় কম না? শুধু আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি তাদেরই শুধু তাদেরই (দিনে ৯-১০ ঘন্টা করে) ৬ দিন কাজ করতে হয়।
জাতীর বিবেকের কাছে আমার প্রশ্ন, আমরা কি সরকারি চাকুরিজীবিদের মত সপ্তাহে ২ দিন ছুটি পেতে পারি না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।