আমাদের কথা খুঁজে নিন

   

বলিউড বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের একা থাকার দিন শেষ হচ্ছে খুব শীঘ্রই

আমি স্বাধীনতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি মনুষত্বে

শোয়েব-সানিয়ার ঘটনাবহুল প্রেম এবং বিয়ে। মোহাম্মদ আসিফের বিরুদ্ধে তার সাবেক প্রেমিকা বিনা মালিকের পাওনা অর্থ দাবি করে মামলার হুমকি। আর সর্বশেষ সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এবং সাবেক বিশ্বসুন্দরী, বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের মধ্যে প্রেমের জোর গুঞ্জন। গত কিছুদিন সানিয়া-শোয়েব কেস নিয়ে মিডিয়া ব্যস্ত থাকায় আকরাম-সুস্মিতা সেনের খবর নেয়ার অবকাশ হয়নি।

কিন্তু সানিয়া-শোয়েবের বিয়ে হয়ে যেতেই মিডিয়া এখন আকরাম-সুস্মিতাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর দু’জনই বলেছেন একই কথা, ‘আমরা পরস্পরের খুব ভালো বন্ধু, কিন্তু প্রেমিক-প্রেমিকা নই। ’ কিন্তু সেই বন্ধুত্বের সীমারেখা কোথায়, সেটি অবশ্য দু’জনের কেউই খোলাসা করে বলেননি। ইএসপিএন-স্টার চ্যানেলের সঙ্গে আলাপকালে আকরামকে তার নতুন ‘প্রেম’ নিয়ে কথা বলতেই হয়েছে। সেখানেই এই সাবেক পাকিস্তানি পেসার জানিয়ে দেন, সুস্মিতার সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই।

দু’জনে বিশেষভাবে একত্রে সময়ও কাটাচ্ছেন না। ভারতে এসে কাজের ফাঁকে বলিউড অভিনেত্রীর সঙ্গে গল্পগুজব করেন মাত্র। আর সেটাও পেশাদারিত্বের আবরণেই মোড়া। তবে আকরামের স্বীকারোক্তি, ‘সুস্মিতাকে আমি অনেকদিন থেকেই চিনি। হ্যাঁ, ওর সঙ্গে বেশ কয়েকবারই বেড়িয়েছি, ঘুরেছি।

তবে সেটা শুধুুই কাজের ফাঁকে, অবকাশ মাত্র। এ সম্পর্কটাকে প্রেম বললে ভুলই হবে। ও আমার বন্ধুর মতো। ’ পাশাপাশি সুস্মিতাও বলেছেন তারা বন্ধু। পাকিস্তানের সাবেক অধিনায়ককে নিয়ে সাবেক বিশ্বসুন্দরীর মন্তব্য, ‘আকরাম মানুষ হিসেবে অসাধারণ।

ওর সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। তবে সেটা নিছকই আড্ডা। তার বেশি কিছু নয়। এমনকি ওই আড্ডাতে আমার বান্ধবীরাও মাঝেমধ্যে যোগ দেয়। ’ বলা দরকার সুস্মিতা সেন এখনও বিয়ে করেননি।

একাই থাকেন। ওদিকে গত বছর আকরামের স্ত্রী হুমা অসুস্থ অবস্থায় মারা যান। দু’ছেলেকে নিয়ে আকরামের জীবনও এখন নিস্তরঙ্গ। একটি টিভি শো ‘এক খিলাড়ি এক হাসিনা’-তে আকরাম ও সুস্মিতা বিচারক হিসেবে কাজ করতে এসে পরস্পরের বন্ধু হয়ে ওঠেন। তারপর থেকেই দু’জনের অন্তরঙ্গতা।

যেটিকে প্রেম হিসেবে বলতে নারাজ উভয়েই। তবে এবারের আইপিএলে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের খেলা হলেই উপস্থিত থাকছেন সুস্মিতা। দারুণভাবে সমর্থন করছেন সৌরভদের। আর সবাই জানেন, নাইট রাইডার্সদের বোলিং কোচ আকরাম। একটি মুম্বাইয়ের পত্রিকা সর্বপ্রথম আকরাম এবং সুস্মিতার ‘প্রেম কাহিনী’ প্রকাশ করে।

সেখানে জানানো হয়, মুম্বাইয়ের একটি হোটেলে সমুদ্রের পাশে ব্যালকনিতে বসে দীর্ঘসময় কাটিয়েছেন তারা দু’জন। মাঝেমধ্যে দু’জনকে হাত ধরাধরি করে হাঁটতেও দেখা গেছে। পরে তাদের সঙ্গে সুস্মিতার দুই বান্ধবীও যোগ দেন। গোটা সময়টা দারুণ উচ্ছল ছিলেন সাবেক বিশ্বসুন্দরী। রাত ১টা ৪৫ মিনিটে দু’জনে হোটেল ছাড়েন।

কারণ তখন হোটেল বন্ধের সময় হয়ে গিয়েছিল। এখন আমরা দেখার অপেক্ষায় কবে-সুস্মিতা সেন ও ওয়াসিম আকরাম একে অন্যের হচ্ছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.