সাভারে নয়তলা ভবন রানা প্লাজা ধসের ঘটনার বিচার নিয়ে দুই মত পোষণ করেছে সরকারি ও বিরোধী দল। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার হবে বলে ১০০ ভাগ নিশ্চয়তা দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, তিনি ১০০ ভাগ নিশ্চিত, বিচার হবে না।
আজ শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘সব সরকারের পৃষ্ঠপোষকতায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে’ শীর্ষক বিবিসির সংলাপে এই মন্তব্য করেন তাঁরা।
তবে সংলাপে সরকার ও বিরোধীদলীয় প্রতিনিধি দুজনই একমত পোষণ করে বলেছেন, সব সরকারই পোশাকশিল্পকে ছাড় দিয়েছে।
সে কারণেই দোষ করলেও তারা বারবার পার পেয়ে গেছে।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, প্রতিটি সরকারই সব সময় পোশাকশিল্পকে সহযোগিতা ও আশ্রয়-প্রশ্রয় দিয়ে এসেছে। তবে তিনি ‘১০০ ভাগ’ নিশ্চয়তা দিয়েছেন যে এবারকার ঘটনায় বিচার হবে।
নির্ধারিত আলোচক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার বলেছেন, রপ্তানি আয়ের জন্য বাংলাদেশ পোশাকশিল্পের ওপর প্রায় সম্পূর্ণভাবে নির্ভরশীল। তাই প্রতিটি সরকারই তাদের ত্রুটিবিচ্যুতি হালকাভাবে দেখে।
তিনি বলেন, ‘আমার জানামতে পোশাক কারখানায় দুর্ঘটনার ঘটনায় কোথাও সুষ্ঠু বিচার হয়নি। ’ তিনি ১০০ ভাগ নিশ্চিত, এবারের ঘটনায়ও বিচার হবে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।