আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু তিনদিন তোর বাড়ীতে গেলাম…(১৪১৭)

tarequeahmed

রুনা লায়নার কন্ঠে "বন্ধু তিনদিন তোর বাড়ীতে গেলাম..." গানটি শোনছি । এমন সময় আকাশের কয়েকটি তারা খসে পড়লো । হয়তোবা চোখের ভ্রম । অথবা, আরেকটি চৈত্রের বিদায়ের সাথে অতীতের হালখাতা মেলানোর সময় পার করে দিলাম বন্ধুটির খোঁজ করেই । এই পথহাঁটা কী তাহলে নিস্ফল ?? যদিও আজ সারাদিন তিনদিনের কথাই বাজছে ।

বাস্তবতা কিন্তু আরো কতো বেশী .... নববর্ষ আসলো ঘরের দোয়ারে, আসলো হৃদয়ে হৃদয়ে। আর হৃদয় আনলো ভালোবাসার নতুন উন্মাদনা । পুরানো সব কিছুকে বাদ দিয়ে নতুনের জয়ে ধ্বনির মধ্যে দিয়ে এসেছে বৈশাখ। পঙ্কিল সব ধুয়ে মুছে নতুন করে পরিচ্ছন্নতার আলোকে। মানুষ নতুন উদ্যেমে যেন শুরু করতে চায় তার জীবনযাপন।

আমি কম কিসে আমিও চাই । সবকিছুর মধ্যে আমিও আজ নতুন কিছু চাই । দিনের পর দিন, রাতের পর রাত , কতো বিকেল-কতো প্রিয় মুখ, কতো রঙ তামাশা জীবন থেকে অতীত । হাসি খুশির অপার সেই মুহুর্তগুলো আজ অতীতের সাগরে । মহা ডুবুরিরাও খোজেঁ পাবেনা হয়তোবা ।

হয়তোবা জীবনের সবচেয়ে সুখের সময় আমাদের কাছ থেকে হারিয়ে গেলো। "পুরাতন বছরের জীর্ণ ক্লান্তির" অন্তিম মুহুর্ত ঘোষিত হবে। রাত্রর অন্ধকার ভেদ করে পূর্বদিগন্তে উদিত হবে নতুন এক সূর্য। লাল টকটকে সূর্য । প্রেরণার সূর্য ।

সাহসের সূর্য । প্রকৃতির মেহেদীরাঙা মঞ্চে ধ্বনিত হবে নতুন এক জীবনের মহান সংগীত। "শুভ নববর্ষ"। রবীন্দ্রনাথের কন্ঠে বলতে ইচ্ছে করছে: "হে নূতন, এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি। /পুঞ্জ পুঞ্জ রূপে" ।

নতুন প্রভাতের কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে । যা উন্মোক্ত মঞ্চে বলা যাবেনা । কানেকানে বলতে হবে । একান্ত আপনজনের সাথে যেভাবে কথা বলতে হয়...। নতুনের আলোক প্লাবনে উদ্ভাসিত হোক নতুন এক সূর্য।

নববর্ষ সমগ্র মানুষের জীবনে নতুন এক জীবনের দ্বার উন্মোচিত করে দিক। পান্তা ইলিশ আর সাদা পাঞ্জাবী পাজামার সাথে চুলে বেলী ফুলের অপার সৌন্দর্য নিয়ে প্রেমিকা এগিয়ে যাক প্রেমিকের হাত ধরে অনন্তের পথে । সাগর তীরে দুজন মানব মানবীর হাত ধরা যেমন হয়... সবশেষে বলতে চাই নতুন বছর যেন মুষ্টিমেয় উচ্চাবিলাসী কিছু মানুয়ের সংকীর্ণ উল্লাসে পরিণত না হওয়ার শপথই হোক নতুন বছরের প্রথম শপথ । দারিদ্র্য পীড়িত মানুষের নিষ্ফল কান্না আর বিলাপে পৃথিবীর আকাশটা যেন বিষণ্ন হয়ে না ওঠে। আকাশের নীরব অশ্রু বিসর্জণ বড় কষ্টের ।

আসুন সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ে তুলি। মনের মানুষগুলো আরো কাছে আসুক । একান্ত কাছে । আর যেন বলতে হয়না "বন্ধু তিনদিন তোর বাড়ীতে গেলাম দেখা পাইলাম না .....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.