আমাদের কথা খুঁজে নিন

   

বানিজ্য মন্ত্রির সাক্ষাৎকার.....

সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ...

এক বেকার যুবক। নাম তার মিজানুর রহমান। কিছু দিন চেষ্টা করেছে কবিতা লেখার কিন্তু সুবিধা করতে পারেনি। একটা পত্রিকায় সাংবাদিক নেওয়া হবে শুনে ইনটারভিউ দিতে গেল। নিয়মিত পত্রিকা পড়ে না বলে তার চাকরিটা হলো না।

ব্যর্থ মনে বের হয়ে এলো। পকেটে মাত্র ১০০টাকা ছিল। এই টাকা দিয়ে কি করা যায়। সে কারওয়ান বাজারের সামনে গেল কলা কিনবে বলে। কলা কত ? ডজন ত্রিশ।

এক রিকশাওয়ালা বলল। দুই পা হেটে ভিতরে যান, পাইকারি বাজারে ১৮ টাকা ডজন। বলে কি, মাত্র দুই পা হাটতে পারলেই ডামের এতো তফাৎ ? মিজান হেটে পাইকারি বাজারে গেল। সত্যি ,এখানে সব কিছুর দাম অর্ধেক। সে ১০০ টাকা দিয়ে সাগর কলা আর পেঁপে কিনল।

কিনে চলে এলো কারওয়ান বাজারের সামনে। অফিসপাড়ার ফুটপাতে। ১০০ টাকার জিনিস সে বেচল ১৭০ টাকা দিয়ে। সে ২০ টাকা দিয়ে পেটের খিদে মিটাল। এবার কিনল ১৫০ টাকার জিনিস।

এক মাসের মধ্যে তার ক্যাপিটাল দাঁড়াল ১০০০০ টাকা। এক বছরের মধ্যে মিজান হয়ে গেল কারওয়ান বাজারের প্রভাবশালী ফল ব্যবসায়ী। পাঁচ বছর পর সে হয়ে গেল দেশের সব চেয়ে বড় ফল রপ্তানিকারক। দেশ-বিদেশে তার ব্যবসা ছড়িয়ে পড়েছে। ডলার পাউন্ড ইউরো নিয়ে তার কারবার।

দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী ব্যাক্তি সে। সরকারের উচ্চ পর্যায়ে তার চলাফেরা। আজ বাণিজ্যমন্ত্রি তো কাল অর্থমন্ত্রির সাথে তার মধ্যাহ্নভোজ। পরের বছর তিনি না চাইতেই নমিনেশ পেয়ে গেলেন এমপি পদের জন্য। নি্রবাচনে তিনি জিতে গেলেন।

তাকে দেওয়া হল বাণিজ্যমন্ত্রির পদ। এরি মধ্যে এক সাংবাদিক এসেছে তার সাক্ষাৎকার নিতে। আপনার প্রিয় ফুল ? রজনীগন্ধা। অনেক টাকা আসছে এটা থেকে। আপনার প্রিয় ফল ? লিচু।

বিদেশে এটার চাহিদা অনেক। আপনার প্রিয় রং ? হলুদ। গত বছর তরকারির হলুদ বিক্রি করে অনেক ডলার কামিয়েছি। শিল্প-সংস্কৃতি নিয়ে আপনার ভাবনা? শিল্প কারখানা গড়ে তোলা দরকার। বিশেষ করে ফলমূলের।

কখন আপনার হাসি পায়? যখন ডলারের দাম বাড়ে। কখন কান্না পায়? যখন এক্সপোর্টের অর্ডার বাতিল হয়ে যায়। আপনার প্রিয় কবিতা? খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা,সে-জন সোনা চেনেনা। অবসর মুহূ্র্তে কি করেন? টাকা গুনি। নতুন প্রজন্মের প্রতি আপনার উপদেশ কি? বাণিজ্য বসতে লক্ষ্মী।

আপনার যে স্বপ্ন আজো পুরন হয় নাই? বিল গেটসের চেয়ে বড়লোক হওয়া। আপনার প্রিয় পাখি? মুরগী। পাহাড় ভাল লাগে নাকি সমুদ্র ? সমুদ্র। কারন আমার মাল গুলো সমুদ্রপথে যায়। আপনার প্রিয় উক্তি? দুনিয়া টাকার বশ।

আপনার প্রিয় পত্রিকা? আমার কোন প্রিয় পত্রিকা নাই। আমি পত্রিকা পড়ি না। আপনি এতো বড় নেতা। মন্ত্রি , ব্যবসায়ী আর আপনি পত্রিকা পড়েন না। আপনি পত্রিকা পড়লে কত কিছু জানতেন, কত বড় হতেন জানেন? জানি।

জানেন? জানি। বলেন তো পত্রিকা পড়লে আপনী কি হতেন? আপনার মত একজন সাংবাদিক । আপনার মতো ঘুরে বেড়াতে হতো আমার মতো ব্যবসায়ীর সাক্ষাৎকার নেওয়ার জন্য। তার বদলে আমি হয়েছি আজকে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী , বড় নেতা । আর আপনাকে নিতে হচ্ছে আমার সাক্ষাৎকার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.