Woods are lovely dark and deep And I have a promise to keep
ঘটনাটা আজকের। আর ঘটনার শিকার আমি নিজেই। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছি। ভেবেছিলাম সেরে যাবে কিন্তু না সারায় গতকাল গেলাম একটি প্রাইভেট মেডিক্যাল কলেজে। মূলতঃ বাসার কাছে হওয়াতে সেখানে যাওয়া।
ডাক্তারের চেম্বারে প্রবেশের কিছুক্ষনের মধ্যে রোগের অল্প একটু বনর্না শুনেই টেষ্ট দিয়ে দিলেন ডাক্তার। বাবার পরামর্শে টেষ্ট করালাম অন্য একটি ডায়নোষ্টিক সেন্টারে। টেষ্ট রিপোর্ট নিয়ে আজ যেই প্রাইভেট মেডিক্যালের সেই ডাক্তারের কাছে গেলাম দেখাতে অমনি বাধল গোল। যখনই তিনি দেখলেন টেষ্ট করিয়েছি অন্যখানে অমনি সেই টেষ্ট পর্যবেক্ষন করতে তিনি অস্বীকৃতি জানালেন। বললেন এখানে টেষ্ট না করিয়ে অন্যত্র টেষ্ট করার কারনে তিনি আমাকে কোন ব্যবস্হা পত্র দিতে পারবেন না।
যদি আমাকে ব্যবস্হা পত্র দেন তাহলে নাকি তার চাকরী থাকবে না। এও বললেন যেখানে টেষ্ট করিয়েছি সেখানকার ডাক্তার দেখাতে। অগ্রিম ফিস দিয়ে ডাক্তারের চেম্বারের প্রবেশ করেছিলাম ফলশ্রুতিতে সে ফিসের টাকাটাও গচ্ছা গেল আবার অন্যদিকে কোনরকম চিকিৎসা পরামর্শ ছাড়াই ফেরত আসলাম সেখান থেকে।
আমার প্রশ্ন হলো এদেশে চিকিৎসা কেন্দ্র গুলো কি রোগীদের নিয়ে চর দখলের মত দখলদারিত্বে মেতে উঠেছে নাকি?চিকিৎসা যে এদেশে কতটা বানিজ্যের বস্তুতে পরিণত হয়েছে তা এ ঘটনা থেকেই বুঝা যায়। আমারা সাধারন মানুষেরা চিকিৎসা সহ এসমস্ত বানিজ্যের খপ্পরে পড়ে দিন দিন অসহায় হয়ে যাচ্ছি প্রবল ভাবে।
বাচার কি আর কোন পথ নেই?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।