সাধারণেই আমি অসাধারণ
আমাদের দেশে ব্যাঙের ছাতার মতো অসংখ্য ভর্তি কোচিং সেন্টার আছে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে, যেকোন ছাত্র-ছাত্রী HSC পাস করার পর ভর্তি কোচিং করাটা নিয়ম মনে করে। আর এ ভ্রান্ত সুযোগে এসব কোচিং সেন্টারগুলো হাতিয়ে নেয় হাজার হাজার টাকা। আমি নিজেও এর ভুক্তভোগী। অথচ ছাত্র-ছাত্রীর লাভের অংক হয় বেশিরভাগ ক্ষেত্রে শুন্য। অথচ আমাদের প্রশাসন তেমন কোন পদক্ষেপ নেয় না। অতি দূঃখের বিষয় হলো এরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও নিজেদের কৃতিত্ব জাহির করে। ফলাফলে দেখা যায় একি ছাত্র-ছাত্রী কয়েকটি কোচিং সেন্টার এ ক্লাস করেছে। এতেই কি এদের অসাধুতা বোঝায় না? ভর্তি হবার আগে এরা নানা প্রলোভন দেখায় আর ভরতি হয়ে গেলে তেমন Care নেয় না। কিন্তু আমাদের প্রশাসন কেন এতো নিরব এ ব্যাপারে???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।