বৃহস্পতিবার সকালে উপজেলার কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ‘এনকে সোয়েটার লিমিটেড’ নামে পোশাক কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়।
কারখানার পরিচালক রুহুল আমিন জানান, ভবনটি বিজিএমইএ এর নেতা মো. নাছির উদ্দিনের। ভবনের নীচতলায় হামদর্দের বিক্রয় কেন্দ্র, দ্বিতীয় তলায় ইউসিবি ব্যাংক ও উপরের তিনটি তলায় তার নিজের কারখানা।
সকালে শ্রমিকরা কাজ করতে এসে ভবনের চার তলায় ফাটল দেখতে পেলে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কারখানাটিতে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়।
গার্মেন্টস কর্মকর্তা জানান, প্রকৌশলী দিয়ে পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, পরীক্ষার আগে যাতে ভবনে কোন কাজ না চলে সেদিকে খেয়াল রাখা হচ্ছে।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ জানান, ভবনটিতে সকলের যাতায়াত ও কারখানা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।