যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।
পয়লা বোশেখ এলেই আমার মন চলে যায় গাঁয়
আগুন ঝরা রোদের দুপুর বটের শীতল ছায়’
রাখালীদের মাতম ধরা মিষ্টি বাঁশির সুর
মনটা আমার উদাস করে নিচ্ছে অচিনপুর।
পয়লা বোশেখ এলেই আমার স্মৃতির পাখা মেলে,
যা ছিল খুব মজার এবং আজকে অবহেলে।
যে স্মৃতি আজ কিশোর দিনের বন্ধু খোঁজে আজও,
যাদের ছাড়া জমতো না সব আড্ডা এবং কাজও।
তাদের সাথেই সময় আমার কাটতো মধুর খেলায়
আড্ডা হতো রোজ বিকেলে বাসন্তি সেই মেলায়।
পয়লা বোশেখ এলেই আমার কাজ বেড়ে যায় খুব
মায়ের হাতের পায়েশ পিঠায় আমরা দিতাম ডুব।
সেই স্মৃতি আজ নীরব অতীত, সেই স্মৃতিরা ঘুমে,
উঠবে জেগে আবার পরের বৈশাখী মওশুমে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।