আমাদের কথা খুঁজে নিন

   

পয়লা পাঁচ

সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!

১. সিম কিনলে গ্রামীন ভালো সেট কিনলে নোকিয়া প্লিজ মুঝে মাফ কারদো তুমহারে সাথ যো কিয়া। হার রোজ, হার পাল অলওয়েজ ‘লাব ইউ’ এই অভাগার কথা একবার ভাবিও। ২. দুয়ার খোলেন খালাম্মা, পরথমে নেন সালাম মা। যদি ভিক্ষা পাইতাম - একটা ছিল খায়েশ মা, যদি দিতেন পায়েশ মা পেটটা ভইরা খাইতাম। মাইয়া আপনের পরী মা, দেখায় কেমুন গরিমা! গরীব হইতে পারি- যদি থাকেন রাজি মা, ডাইকা আনি কাজি মা বিয়ার কামডা সারি।

আপনের পায়ে পড়ি মা, দোষ করলে ‘সরি’ মা শুধু দোয়া চাইগো- আমি আপনের জামাই মা, দিনে যত কামাই মা আপনের মাইয়া পাইবো। তবে একটা কথা মা, মনে দিলে ব্যাথা মা আমারে হারাইবো! ৩. সেদিন সকালে এসে বলছিলে হেসে হেসে- ‘প্রেমের সাগরে আমরা দুজন ডুবে যাব ভালবেসে। ’ ও পাড়ার ঐ ‘ আবুল ফজল’ কি জানি কি তার নাম? তার সাথেই তো তোমাকে বিকেলে সংসদে দেখলাম! কত হাসাহাসি, ইটিস্ - পিটিস্ তুমি ঢলে পড়ছিলে, প্রেমের সাগরে ডুব দেয়াটাই প্রাকটিস করছিলে?? ৪. তোমার কথাই সত্যি মানছি, আমি মিথ্যের রাজা! ‘আমি নেশাখোর সন্ধে হলেই বসে বসে টানি গাঁজা। ’ আমি ‘ছোটলোক’, আমি ‘ষ্টুপিড’আর ‘ননসেন্স’ আরও জানি তুমি ‘ভালবাসা’ ‘শান্তির দূত’ তুমি ‘সত্যের রানী’! মিথ্যে আমার ভালবাসা, আর মিথ্যে আমার দৃষ্টি, মিথ্যের মাঝে বাস করি, আমি মিথ্যে দিয়েই সৃষ্টি। ‘কানা মজিদের’ সাথে যে সেদিন তোমাকে দেখেছি ঘুরতে বল, বল ওগো সত্যের রানী, বল একথাও মিথ্যে! ৫. টাপুর টুপুর বৃষ্টি পড়ে মন থাকে না আজকে ঘরে মন শুধু চায় তোমার সঙ্গে ভিজি।

তুমি চাইলে জানটা দিব সাথে বোনাস প্রাণটা দিব আজকে দিতে পারবো না আজ ‘বিজি’!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।