আমাদের কথা খুঁজে নিন

   

পয়লা বৈশাখে

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

আজ বাংলা নববর্ষ কেউ কি জানে- কোথা হতে এর উৎস এ এমনি এক কালাতীত ঐতিহ্য নিখাদ প্রথা, বিহীন কর্জ। আজ বয়ছে পুলকময় পরিমল মৃদূ কাঁপছে সুশীতল কমল থেমেছে ধকল, হেসেছে সকল নূতন সাজে- সেজেছে বসুন্ধরা, যেন আনকোরা। আজ নব্য বৎসরের প্রথম দিন এ দিনের আরতি- স্মৃতি হোক্ বিস্মৃতি হোক্ সন্তাপ মুক্তি ধেয়ে আসুক শান্তি তিলোত্তমা বৈশাখীর সনে এ আমার শাশ্বত চুক্তি। গতকাল সাঁঝের বেলায় আমার দহলিজে হয়েছে হরেক গালগল্প কেউ কেউ বুনেছে আপন মরমে হাজারো অলীক কল্প! ভাব সে একখানা কাল যে বৈশাখ, মন মানে না মানা। আজ- এলো বৈশাখ মাস মাঠে পড়বে চাষ জল নাই, জল চাই কী সর্বনাশ! চাতকের ব্যাকুল কন্ঠে- 'আল্লা মেঘ দে, পানি দে দে জল দে জল দে অবকাশ!' আজ- বৃষ্টি আসুক নেমে দিগন্তের কৃষ্ণমেঘ ঘেমে ঘেমে ধুয়ে যাক্ দূষিত রস অশুভের ভিতে নামুক ধস্।

কাননের তৃষ্ণার্ত ফুলের তৃষ্ণার হোক নিবারণ শয়ে শয়ে দেহে জুড়াক অনাবিল আনন্দের আভরণ। আসুক বৃষ্টি যদ্দুর যায় রবির দৃষ্টি। আজ- ছায়াবীথিতলে শত হুলস্থুলে বসেছে মেলা গানে গানে নাচের তালে তালে দোলে নাগরদোলা চারিধারে জমে আড্ডার খেলা। আজ- মন চঞ্চল পরিচ্ছন্ন বসতবাড়ির অঞ্চল পরস্পরে জড়াজড়ি ধোপ দোরস্ত পোশাক পরি। আজ- খুলেছে হালখাতা বেঁধেছে একতা।

বাজে করতালি মুখে কলকাকলি। আজ- আনন্দে বিহ্বল জাতি টুটে গেছে জাতের বজ্জাতি দিশেহারা আমি সকলে সহমর্মী। হেরো হেরো- আজ পয়লা বৈশাখ হেথায় হোথায় জয়জয়কার বাংলা নববর্ষ বাঙালির অহংকার। রচনাকাল: বয়স যখন ষোলো ১লা বৈশাখ, ১৪১০ ১৪ই এপ্রিল, ২০০৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।