∞ দিনের শুরু রাতের শেষক্ষণে যাকে খুজে পাও আমি সেই সকাল ∞
নাহ্ ভাই ভালো চাই না;
একটা রংচটা ভাঙ্গা সুটকেস দেবে ভাই;
আমি শ্যাওলা পড়া সমস্ত স্মৃতি রাখবো সেথায়।
ভাঙ্গা বাক্সের, ভাঙ্গা দ্বারে বাতাস পেয়ে বাচঁবে তারা;
পবন দেবতার দেয়ালে শুকরিয়া জানাবে দু’হাত তুলে;
তাই একটা ভাঙ্গা সুটকেস চাই;
সুটকেস ভাঙ্গা হতেই হবে; তবে চাকাওলা নয়।
স্মৃতি যদি আছড়ে পড়ে, গড়িয়ে ভবের হাটে যায়;
যদি বিনাকড়িতে কেউ নিয়ে নেয়;
কিংবা পড়ামানিকের আশায় তুলে হাতে,
তাহলে স্মৃতিটার বুকে ক্লেষ জমবে ভারি;
তাই একটা ভাঙ্গা সুটকেস চাই
সুটকেস ভাঙ্গা হতেই হবে সেই সাথে হতে হবে রঙচটা।
চকচকে বার্নিশ করা সুটকেসে স্মৃতি রাখা যায়না;
স্মৃতি’রা হাপরে মরে, আক্ষেপ করে;
ভয় হয়;
নতুন ভেবে যদি বন্ধ করে আলমিরাতে,
যদি সিন্ধুকে দেয় কেউ;
তাই একটা ভাঙ্গা সুটকেস চাই;
স্মৃতি ভরা সুটকেসটা আমার পড়ে থাকবে;
পথের ধূলোয়।
পদব্রজে ঠোকর খেয়ে যাবে পথের পর পথে;
এই নগরির নগর দর্পনে নিয়ে চলবে স্মৃতির রথ।
তাই একটা ভাঙ্গা সুটকেস চাই;
কি ভাই, কেউ কি দেবে আমায়, একটা ভাঙ্গা সুটকেস।
************ ***************
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।