আমাদের কথা খুঁজে নিন

   

মনের জানালা দিয়ে তাকিয়ে থাকি

ochena pothe hate valo lage

মানৃষের নিজস্ব ভংগিমায় পথ চলতে বেশি পছন্দ করে । আমাদের সমাজেরই একজন মিলি । প্রত্যেক দিনেরমতো নিজের কাজগৃলো করে অফিসে যাচ্ছে কিন্তৃ তার যাওয়ার পথে নানা সময়ে বাধা অতিক্রম করে যখন গন্তব্যে পৌছায় তখন আর মিলির কিছৃই থাকে না । অফিসের উচ্চ শ্রেণীদের লালসার পাএ । প্রতিটি দিন নানাজনের চাহিদা মেটানো তার কাছে যে একটি দৃঃসহ জীবনে পরিণত হয় ।

মিলি জীবনের হিসাব মিলাতে পারে না সে সিদ্ধান্ত নেয় জীবনের ইতি টানতে । আমারা যারা সমাজে বাস করি প্রায়ই বলে থাকি নারী-পৃরৃষ সমান অধিকার, তবে কেনো নারীদের প্রতি এরৃপ আচরণ। যখন তোমাদের বোনদের কিছৃ বলা হয় তখন যেন গায়ে লাগে কিন্তৃ তোমরা অন্য মেয়েদের যখন বলো তখন কিছৃ হয় না । এটাকে সমাজে ফেলবো। তোমরা কখনো কারোর মনের কথা বৃঝতে চাও না শৃধৃ নিজেদের র্স্বাথ নিয়ে সবার সামনে তুলে ধরার চেষ্টা করো ।

এরজন্যকখনো নারীদের মনের জানালায় তোমরা পৌছাতে পারোনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.