ড্যান ডব্লিউ মজিনা, ফাইল ছবি মুদ্রা পাচার ও জঙ্গিবাদে অর্থায়ন বিষয়ে সোমবার সার্ক আঞ্চলিক জুডিশিয়াল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসবাদ যদি মুদ্রার একপিঠ হয়, তাহলে এর অন্য পিঠেই আছে অর্থ।
ড্যান ডব্লিউ মজিনা, ফাইল ছবি
“অর্থই সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক, অর্থই সন্ত্রাসবাদকে সম্ভব করে, অর্থই সন্ত্রাসবাদের অক্সিজেন। ”
আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জিততে হলে এই ‘অক্সিজেনের সরবরাহ’ অবশ্যই বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন মজিনা।
সম্প্রতি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম ও বিইএম নামে নতুন দুটি জঙ্গি সংগঠনের তৎপরতার খবর এবং আন্দোলনের নামে জামায়াত-শিবিরসহ বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের নাশকতার চেষ্টার মধ্যেই মুদ্রা পাচার ও জঙ্গিবাদে অর্থায়ন বিষয়ে তিন দিনের এই সম্মেলন হচ্ছে।
সার্কভুক্ত দেশগুলোর বিচারক ও বিচারিক কর্মকর্তাদের নিয়ে রাজধানীর একটি হোটেলে এই সম্মেলন আয়োজনে সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্টার টেরোরিজম ব্যুরো।
উদ্বোধনী অনুষ্ঠানে মজিনা বলেন, “আপনারা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা সাহসী বিচারক। সন্ত্রাসের শ্বাসরোধ, তাদের অর্থের যোগান বন্ধ করার মতো কঠিন কাজের দায়িত্ব আপনাদের ওপর। জনগণের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এটা প্রয়োজন। এটা সহজ কাজ নয়, ঝুঁকিমুক্তও নয়। ”
জনগণকে শান্তিতে বসবাস করার সুযোগ দিতেই সন্ত্রাসবাদে অর্থের যোগান ও মুদ্রা পাচারের মতো অপরাধ বন্ধ করা প্রয়োজন বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।