ভারতে এক সময় বিতর্ক উঠেছিল যে, কোন রাজ্য সরকার দুর্নীতিতে শীর্ষে? সে বিতর্কের নিষ্পত্তি সম্পর্কে একটি কাহিনীর সৃষ্টি হয়।
ছয় বছর আগে কেরালার এক এমপি চণ্ডীগড়ে এসে তার এক পাঞ্জাবি মন্ত্রী বন্ধুর বাসভবনে উঠলেন। পুরনো বন্ধুর প্রাচুর্য দেখে তিনি জানতে চাইলেন, কি করে তোমার পক্ষে এত বিপুল বিত্তের মালিক হওয়া সম্ভব হলো?’
‘তুমি কি আসলেই ব্যাপারটা জানতে আগ্রহী?
‘নিশ্চয়ই বাড়তি জ্ঞান অবশ্যই আমাকে সাহায্য করবে। ’
‘তাহলে আগামীকাল পর্যন্ত অপেক্ষা কর। তোমাকে পুরোপুরি ব্যাখ্যা করব।
’
পরদিন মন্ত্রী মহোদয় তার ব্যক্তিগত গাড়িতে এমপি বন্ধুকে উঠিয়ে হাইওয়ে দিয়ে কয়েক মাইল দূরে গিয়ে থামলেন। দু’জন গাড়ি থেকে নামলেন এবং মন্ত্রী দূরে উপত্যকার দিকে আঙুল নির্দেশ করে বললেন, ‘তুমি কি ওখানে একটি ব্রিজ দেখতে পাচ্ছ?’
‘হ্যাঁ’, এমপি উত্তর দিলেন। ‘ওই ব্রিজের নির্মাণ ব্যয়ের অর্ধেক টাকা আমার পকেটে এসেছে। ’
চার বছর পর পাঞ্জাবি তার মন্ত্রিত্ব হারিয়েছেন। তিনি ত্রিবেন্দামে গিয়ে তার পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করলেন, যিনি তখন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাঞ্জাবি বন্ধু বিস্ময় প্রকাশ করে বললেন, তুমি আমাকেও হার মানিয়ে দিয়েছ। ক্রিস্টালের ঝাড়বাতি, ইটালিয়ান মার্বেল, মার্সিডিজ! কি করে এসব সম্ভব হলো?’
মন্ত্রী বললেন, ‘তোমাকে আগামীকাল সব বলব। ’
পরদিন সকালে মন্ত্রী তাকে হাইওয়ে দিয়ে নিয়ে গেলেন এবং এক স্থানে থামার পর দু’জন গাড়ি থেকে নামলেন। মন্ত্রী উপত্যকার দিকে আঙুল নির্দেশ করলেন এবং বললেন, ‘ওখানে কি একটা ব্রিজ দেখতে পাচ্ছ?’
‘না, আমি তো কোনো ব্রিজ দেখতে পাচ্ছি না,’ পাঞ্জাবি উত্তর দিল।
‘ঠিকই বলেছ,’ মন্ত্রী বললেন।
‘ব্রিজের পুরো অর্থই আমার পকেটে এসেছে। ’ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।