আমাদের কথা খুঁজে নিন

   

সভ্যতার অসভ্য সুন্দর

আমার কবিতা আমাকে ঘুমাতে দেয় না

সভ্যতার অসুন্দর তোমারই মহান তোমরা সুন্দরের মূল্য দিতে জান আমি সুন্দর কিন্তু অসভ্য আমার মূল্যের কোন স্বার্থকতা নেই আমি যে অসভ্য। জানি সুন্দর অসুন্দর দুই মেরুতে কল্পনাতেই কেবল সহ অবস্থান, ভাবি তব সভ্যতার যুগে, অসভ্য সুন্দরকে নাহি থাক মূল্য, কদর্য করুক হেথা সবাই তবুও তো সুন্দর আমি, আমার জগতে আমার স্বপ্ন গুলোকে আমি লালন করি বাস্তবে নয় কল্পনাতে বাস্তব যে নির্মম, কল্পনা আলস্যতে ভরা আমি অলস ঠিক যেন পেচা রাত্রি জেগে পাহারা দেই চাদকে কিন্তু দিনের আলোয় ধুসর কালো খুঁজে পাই না কিছুই। প্রবৃত্তির সাতে আমার এখানেই সখ্যতা নিস্তব্ধ রাতকে আপন করতে পারি পারি না, দিনের আলোতে নিজেকে চেনাতে, আমি যে হাস্না হেনা সন্ধ্যার নির্ঝুমতাই আমাকে জীবনী শক্তি দান করে, দিনের আলোয় আমি দুমরে মুচরে থাকি। তাই তো আমি অসভ্য, কিন্তু সুন্দর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।