কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।
টয়লেটে যাইয়া করিলাম ড্যাস,
সেই মুহূর্তে কারেণ্ট চলিয়া গেল ব্যাস।
এই যন্ত্রনা সহ্য করা সম্ভব শুধু বাঙ্গালীর পক্ষে,
ঘোর অন্ধকারে বদনা দেখিতেছি না চোক্ষে।
কোন রকমে তাহা পাইয়া ছাড়িলাম কল,
রক্ষে কর-গো মা পরিতেছে না জল।
কেলেঙ্কারী হইতে কোন মতে সেইদিন পাইলাম ছাড়া,
বিদ্যুৎ পানির অভাবে আজ আমি দিশেহারা।
রাতের বেলা টয়লেট পরিত্যাগ করেন যদি রাখিতে চান মান,
বন-জঙ্গল, পাট ক্ষেত তার চাইতে অতি উত্তম স্থান।
নদীর পাড়েও সাড়িতে পারেন খাইয়া শীতল হাওয়া,
সুধাসদনের সামনে টয়লেট করা আমার অনেক দিনের চাওয়া।
ঢাকা শহরে বন-জঙ্গল,পাট ক্ষেত নাই তেমন নদী,
আমার সঙ্গে সুধাসদনে আসিতে পারেন সমস্যা না থাকে যদি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।