ফুলের সৌরভে সুরভিত কলমের কণ্ঠস্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটানা দুই ঘণ্টার পরিবর্তে এখন থেকে এক ঘণ্টা লোডশেডিং করার নির্দেশ দিয়েছেন। সন্ধ্যা সাতটার পরে শপিংমল ও দোকানপাটে জাতীয় গ্রিডের বিদ্যুতের বদলে নিজস্ব জেনারেটর ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিদ্যুত ও জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
বৈঠক শেষে বিদ্যুত সচিব আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এসব নির্দেশের কথা জানান।
তিনি বলেন, গৃহস্থলী কাজের প্রতি লক্ষ্য রেখে দুই ঘণ্টার বদলে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিদ্যুত সচিব জানান, বৈঠকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া এবং কয়লা নীতি চূড়ান্ত করার বিষয়েও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, বর্তমানে বিদ্যুতের যে সমস্যা চলছে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিতেই প্রধানমন্ত্রী আজ বিদ্যুত মন্ত্রণালয়ে এসেছিলেন।
প্রধানমন্ত্রী বৈঠকে বিদ্যুত ব্যবহারে জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।
এছাড়া বিদ্যুত উৎপাদন প্রক্রিয়া দ্রুত করা ও বিদ্যুত কেন্দ্র স্থাপন করতে জমি অধিগ্রহণে দ্রুত ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে জ্বালানি সচিব মেজবাহ উদ্দিন বলেন, গ্যাসের উৎপাদন বাড়ানো এবং উৎপাদিত গ্যাসের সুষ্ঠু সরবরাহের বিষয়ে আজ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সচিব জানান, ২০১০ সালের শেষের দিকে গ্যাসের উৎপাদন বাড়তে পারে।
প্রসঙ্গত, বিদ্যুত সঙ্কটে জনগণের দুর্ভোগ যখন চরমে পৌঁছেছে তখন মাঝে মধ্যেই বিভিন্ন বিদ্যুতকেন্দ্র বন্ধ হওয়ার খবর আসছে। এরকম বাস্তবতায় বিদ্যুতের উৎপাদন বাড়াতে সম্প্রতি সরকার সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে তা বিদ্যুত কেন্দ্রে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।