ভাল আছি।
ইহলোকে তাকে না পাইলেও, ইহলোকে কৃত পূর্ণে পরলোকে তাহাকে তুমি অবশ্যই পাইবে।
আমরা স্বপ্ন দেখি এমনই এক ভবিষৎতের যেখানে আমাদের প্রাপ্তির ডালা পূর্ণ থাকবে হরেক রকম পরিতৃপ্ত দেয়া বস্তুতে।
এ পৃথিবীতে সংকটেরই কোন সংকট নেই । এ সংকটরে প্রতিটির পেছনে অনেক রকম সৎ, অসৎ উদ্দেশ্য থাকে। সম্পকের সংকট, অর্থের সংকট, নীতির সংকট, সততার সংকট, জ্ঞানের সংকট, তথের সংকট ইত্যাদি সংকটের সাথে সবচেয়ে পীড়াদায়ক মানবিকতার সংকট সবগুলোই, কেন জানি মনে হচ্ছে, অসামান্য মানুষের সৃজনশীলতার চরম বহিঃপ্রকাশ।
চলবে............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।