আমাদের কথা খুঁজে নিন

   

শব্দ সংকট

আমি আমার দেখা সবচেয়ে অলস মানুষ!

কিছুদিন হলো আমি শব্দ সংকটে ভুগছি। আমার কিছু শব্দ চাই। যে শব্দ গুলো পারবে এই আমিকে প্রকাশ করতে। পারবে আমার ভালোবাসা, আমার ত্যাগ, আমার ঘৃণা, প্রেম, অন্তরের ভাষা এবং সকল রহস্যময়তাকে সবার কাছে তুলে ধরতে। আমার মনের যে কথাটি এখনও আমি আমার প্রেয়সীকে বলতে পারিনি তা বলতে।

আমি আমার সব ভয়, অর্ন্তমুখীতা, বিদ্রোহ ভাব, সাহসীকতা সব সব কিছু তুলে ধরতে চাই সবার সামনে। আমি চাই আমাকে তুলে ধরতে। কিন্তু বিসমিল্লায় গলদ বলে শৈশবে বাংলা ২য় পত্রে কিছু বাগধারা পড়েছিলাম তাই হচ্ছে। কারণ প্রকাশ করার জন্য চাই ভাষা আর ভাষার জন্য চাই তো শব্দ। আমি চাই সবাই আমাকে জানুক, বুঝতে পারুক, দেখতে যেন পায় এই আসল আমিকে।

কিন্তু তা তো কোন ভাবেই কাউকে বলতে পারছিনা। কিভাবে সম্ভব তাও বুঝতে পারছি না। আর তাই কেউ আমার মনের যে ভাব, ভাষা তাও ধরতে পারছে না। তাই তো হওয়ার কথা। কোন মানুষই তো মনের কথা জানে না।

কিন্তু আমি যে প্রকাশ না করতে পেরে আর সহ্য করতে পারছিনা। আমারও তো একটা সহ্য ক্ষমতার সীমা আছে। কাহাতক আর চুপ থাকা যায়। মনে হয় চলমান বিশ্বের অর্থনৈতিক সংকটের মতো আমার বাংলা ভাষার শব্দেও সংকট চলছে অবিরাম। কিন্তু এটা তো হওয়ার কথা না।

আমাদের এই বাংলা ভাষা যা কিনা ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত হয়েছে তার কেন আজ এই আকাল ? এই প্রতিটি শহীদ যদি একটি শব্দও আমাদের দিয়ে থাকেন তাহলেও তো কমপক্ষে ৩০ লক্ষ শব্দ আছে এই বাংলা ভাষায়। তারপরও আমি ভুগছি এই শব্দ দৈনতায়। এরচেয়ে মানসিক কষ্টে আর কি আছে। প্রিয় ব্লগার ভাই ও বোনেরা, আপনারা কি আমাকে এই মানসিক কষ্ট থেকে এই বিজয়ের মহান মাসে মুক্তি দিতে পারবেন। বাঙালী হয়েও বাংলা ভাষার শব্দ গুলো বলতে না পারার কষ্ট থেকে মুক্তি দিতে।

মাঝে মাঝে মনে হয় এ শব্দ সংকট কৃত্রিম। যেমনটা কিনা আমাদের প্রিয় বাংলাদেশের মহান ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম ভাবে সবকিছুর সংকট তৈরী করে রাখেন ঠিক সেই রকম। তখন মনে হয় আরেকটু ধৈর্য্য ধরি। কিন্তু যখন আবেগ চলে আসে তখন আর পারি না যে। মনে হয় আমার ভীরুতা থেকেই এই সংকট।

আমি আসলেই জানি না, বুঝতে পারছিনা। আপনারাও কি এই সংকটে আছেন যদি থাকেন তাহলে আসুন সমাধান করি আর যদি না থাকেন তাহলে আমাকে সহায়তা করুন। ধন্যবাদ সবাইকে!!!!! আল্লাহ হাফেজ!!!! শুভ রাত্রি!!!!!!!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.