বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
প্রিয় বাংলাদেশ রাজনৈতিক সংকট থেকে কি মুক্তি পাবে? চার উপদেস্টা পদত্যাগ করলেন। রাস্ট্রপতি তাদের বদলে নতুনদের নিয়োগ দিতে বিলম্ব করলেন না। একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্ত দেশের সংকটকে আরও গভীরে ঠেলে দিচ্ছে। কিন্তু সব সংকট ও হতাশার আড়ালে প্রত্যাশার নতুন সূর্য লুকিয়ে থাকে। এবারের সংকটের সময়কালটা বেশ গুরুত্বপূর্ণ।
বিজয় দিবসের প্রাক্কালে এই সংকট, রাজনৈতিক নৈরাজ্য ও রাস্ট্রপতির খলনায়কের ভূমিকা আমাদের সবার বিবেককে প্রশ্নবিদ্ধ করছে। একাওরের চেতনা ও স্মৃতি খুব প্রগাঢ়ভাবে আমাদের অনুভূতিকে ধাক্কা দিচ্ছে। এদেশ এ প্রিয় জন্মভূমি কি হানাদার বাহিনীর দোসর রাজাকারদের হাতে স্বাধীনতার বিজয়ের পতাকাকে আবারও তুলে দিবে? লাখো শহীদের রক্তকে আবারও আমরা জাতিগতভাবে অপমানিত করব?
যে সত্য বিলম্বে হলেও অনুভূত হচ্ছে আর আমাদের চেতনায় অনুরণিত হচ্ছে তা হচ্ছে প্রিয় বাংলাদেশ চিরকালই অদম্য ও অপরাজেয়। একাওরের চেতনার বিজয় হবেই হবে। এ এক অবধারিত ও বিমূর্ত সত্য।
হয়তো জগদ্দল পাথরের মতো ক'য়েক বছরের জন্য দাবিয়ে রাখা যাবে, তারপরে বিলম্বে হলেও জনগণ জাগবে । ঢল নামবে জনতার। বিচার করবে সকল নরঘাতকদের যারা এদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে আর যারা তাদেরকে ক্ষমতায় বসিয়ে এদেশের পবিএ পতাকাকে অপমানিত করেছে। বাঙালী জাগে। বিলম্বে হলেও জাগে।
যারা ইতিহাস পড়েছে তারা জানে। যারা ইতিহাস প্রত্যক্ষ করেছে, তারাও দেখেছে। ইতিহাস বড্ডো নির্মম আর ক্ষমাহীন হয়। সময়ের কাঁটা ধরে ঠিকই এসে টুটি চেপে ধরে অপরাধীর। জলপাই বাহিনীর সাথে থাকুক আর বায়ুভবনে বাস করুক, তাদের অন্যায়ের কড়ায় গন্ডায় হিসেব ঠিকই দিতে হবে।
বিজয় দিবস আসছে। খুলে যাবে[link|http://nybangla.com/March_26/Song/Sob%20Kota%20Janala.mp3| me K
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।