মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।
যুদ্ধাপরাধীদের বিচারঃ ফাঁসি বা সারাজীবন কারাদণ্ড। এটা হবে। তবে কালক্ষেপণ হতে পারে। যাই-ই-হোক হবে। http://www.biplobiderkotha.com
http://www.gunijan.org.bd মূলকথা হলো--আল্লাহর হুকুম ছাড়া নাকি একটি ধূলা-বালি পর্যন্ত নড়ে না। তাহলে জামাত ছাগুদের এতো ভয় কেন? নিশ্চয়ই তারা মরতে ভয় পায়। তো আল্লাহ'র হুকুম এরা মানতে চান না কেন? এই বন্য জানোয়ারগুলো কি আল্লার সাথে শিরক করতে চায়?
আল্লাহ জজের হুকুমের মাধ্যমে এদের মৃত্যুর পরোয়ানা পাঠাইছেন। এজন্য এই শুয়োরেরা সদি-আরবের ও আমেরিকা বাপের কাছে লবিং শুরু করেছ।--------------কোনো বাপ এবার রক্ষা করবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।