আজ আমরা প্রায় স্বাধীনতার ৪০ বছরে প্রদারপন করছি। আমরা তরুন প্রজন্ম সবসময় স্বাধীনতার মূল প্রতিচ্ছবি খুজে ফিরছি। কিন্তু কোথায় তার ঠিকানা?
স্বাধীনতা মানে কি মায়ের সামনে মেয়ের শালীনতাহানী এবং অপমানে আত্নহত্যা? যদি আমার আপনার বোন হত তাহলে কি করতাম বা কি করতেন?
স্স্বাধীনতা মানে কি মেয়ে কে পাঠাব বিশ্ববিদ্যালয় পডা রেখা করার জন্য কিন্তু তারা নিজের সম্ভ্রম বিলিয়ে দিবে মন্ত্রী এমপি নেতাদের মনোরন্জনের জন্য।এই জন্য কি তাদের কিছু বলতে পারবনা কেননা তারা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে? পারবেন কি যদি তারা হয় আপনার মেয়ে ,বোন,বা খুব নিকট আত্নীয়?
স্বাধীনতা মানে কি বিশ্ববিদ্যালয় থেকে আমার ভাইয়ের বা ছেলের বা বন্ধুর লাশ গ্রহন করা?
স্বাধীনতা মানে কি বিদ্যুত, গ্যাস ,পানি র মত আমার মৌলিক চাহিদা পুরন করা হবে না
স্বাধীনতা মানে কি বাডি থেকে বের হওয়ার সময় ফিরে আসার নিশ্চয়তা দিতে না পারা?আত্নীয় সজনের দুশ্চিন্তা?
বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা সন্দেহের বশবর্তী হয়ে পুলিশের দডি কোমরে বাধবে? তার লেখা পডার কোন দায়ীত্ব কি স্বাধীনতার ধারক বাহকদের উপর নেই?
সাংবাদিকরা সত্য প্রকাশ করতে পারবেনা?কেননা তারা স্বাধীনতার ধারক?
স্বাধীনতা মানে টেন্ডারবাজী,চাদাবাজী,নকল করা ,ছিনতাই করা?সুযুগ পেলে বিরোধীদলকে জেলহাতে পাঠানো?
দয়া করে কি কেউ এর উত্তর দিবেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।