আমাদের কথা খুঁজে নিন

   

..সম্পর্ক নির্নয়ে নিরলস পঠন পাঠন



মানুষ এখন জন্মসূতে প্রাপ্ত সম্পর্কগুলোর বাইরে সম্পর্ক স্থাপনে কি ধরনের হিসাব নিকাশ করে? মনের মিল? টাকা ওয়ালা? মতের মিল (এটা কোনদিনই না। যতোদিন ইয়েস স্যর বলা যায় মতের মিল ততোদিনেই থাকে। নো স্যর বললেন মানেই মত আপনার দায়ো আপনার। মিল আর হবে না) তাহলে কি দেখে সম্পর্ক থাকে তখন? সামাজিক সম্পর্কগুলো কি ভাববে সেটা দেখে। মানুষ বিয়ে কেনো করে? আজকালকার উঠতি (মানেই পড়তি) বুদ্ধিবিক্রেতারা সেক্সুয়াল রিলেশন এর বিষয়গুলো সমাধান না করতে পারলে বিয়ে করে।

(এমন ভাবনার মানুষের ('পুরুষের') প্রমান আমার কাছে আছে)। তারমানে আপনার সাবধান হোয়ার প্রয়োজন আছে। বিয়ের দাওয়াত দিতে গেলেন বন্ধুকে। সে বলে উঠলো, 'হে হে হে, আপনি তো সেক্সুয়াল রিলেশন এর সমাধান করতে পারলেন না। তাই অবশেষে বিয়ে বসতে যাচ্ছেন।

' গালভরা বুলির মতো শক্তিশালী আর কি আছে। এই যে দেখুন, োই ভদ্রলোকের সমাধান জাতীয় বার্তা পাওয়া মাত্র আমি কম্পিউটারের কিবোর্ড ছুটালাম। এখানেও হিসাব নিকাশ আছে নিশ্চয়। তাহলে যদি বিয়ে না করে সেক্ষেত্রে সেক্সুয়াল রিলেশন এর কিধরনের সমাধান করে? সেটা তারা মুখ ফুটে কবে বলবেন সেটা দেখার অপেক্ষায় থাকায় ভালো। খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।

কারণ এই প্রজাতি অনেক বেশি উতপাদনশীল। ততোক্ষণে কি আমরা একটু আন্দাজ করার চেষ্টা চালাবো? কিভাবে সমাধান হবে? খুব হালকা করে বলি। তাহরে কি আমরা মেয়েরা যত্রতত্রসর্বত্র নিজেদের উন্মুক্ত করবো? আর ছেলেরা সন্ধ্যা নামলেই যৌন সমাধানে পাড়ার গলিতে হাটা দিবে? নাকি, সম্পর্ক স্থাপনের মাধ্যমে পরস্পর বোঝাপড়া করে তারপর মিলিত হব? যেন দায় না থাকে। কিন্তু সেক্সুয়াল বিষয়গুলোর সমাধানও সম্ভব হয়। নাকি আমরা একের পর একটা এমন প্রেম করবো যে নারী বা পুরুষ আমার কাজের জায়গা থেকে দুরে থাকবে, শরীরের কাছে থাকবে।

তারপর পুরুষ বা নারীটির দিক থেকে বিয়ের ডাক এলে বলবো, আমরা না কবেই যৌন বিষয়গুলো সমাধান করে ফেলেছি। এখন এসব কথা উঠছে কোথা থেকে। আসুন আমরা অপেক্ষা করি। কবে আবারো আজিজ কিংবা শাহবাগ কিংবা রাস্তায় নতুন কোন বাণী উচ্চারিত হবে। আর আমরা যৌন বিষয় সমাধান না করতে পারার জন্য আফসোস এবং বিয়ে দুই-ই করবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।