থাকে শুধু অন্ধকার, দুর্গম পারাবার, মৃত্যুর প্রেম... মাঝে মধ্যে তাড়াহুড়ো করে নিজের কক্ষের গন্ডিতে ফিরে যাই, পাছে কেও আমাকে হাঁটু ভেঙ্গে পড়ে যেতে দেখে!! কিছু কিছু দিনের শেষে রাত্রি নেমে এলে ভাবি- "যাক! অন্ধকারে কিছু দোষ ত ঢাকা পড়বে" কখনো কখনো আর্তনাদসমূহ ঢেকে দিতে আশীর্বাদ হয়ে আসে রাজপথের চিতকার। প্রতিদিন সকালে ছদ্মবেশটা উলটে- পালটে দেখে নেই, "কেও আবার কিছু বুঝে ফেলবে নাতো! তাহলেই সাড়ে সর্বনাশ!! !" তাই রোজ ই গলা সাধি, যাতে আত্মবিশ্বাসের খেয়ালটা পাকাপাকি গলায় বসে যায়; কিছু কিছু দিনের শেষে রাত্রি নেমে এলে, তবুও জানি কেমন করে , কি জানি কিসের জন্যে দু'চোখ ফেটে কান্না নেমে আসে; তখন কোন রাস্তায় নেমে আসি, এই মহাক্লান্ত মহানগরী আমাকে পরিশুদ্ধ করে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।