আমাদের কথা খুঁজে নিন

   

সম্পর্ক কথন

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

অবশেষে থাকে না কেউই সব চলে যায়, সব চলে যায় স্বার্থপরতার মোহে অকাট্য সম্পর্ক সূতার বাঁধনে আটকাতে পারে না কাউকে ভরাট নদীর ছলাৎ ছলাৎ জল শূন্য হয়ে যায় শেষে হৃদয়ে ফারাক্কা বাঁধ শুষে নেয় সম্পর্কের সুজলা আধার তারপর রক্ষশ্বাস শীত এলে সবুজ পাতারা ঝরে পড়ে এক এক করে ভেঙে যায় সব সম্পর্কের ডালপালা হৃদয়ের গহীন জঙ্গলে বাজে ঝরাপাতার বিরহী গান। তুমি সম্পর্ক স্থাপন করে পণ করেছিলে সম্পর্ক ভাঙার সে ভাঙন পূর্ণ হলো আজ চৈত্রের ঊষর দিনে এসে কাকে বলে হৃদয়? পারে না মায়ার বাঁধন গড়াতে তুমি আমি জন্মেছি শুধুই যেন বিরহ ঝরাতে! ২৬.০৫.২০০৮


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।