"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
স্বপ্নের বাঁশী
মেঠোপথ উঁচুনীচু
আমি তার পিছুপিছু
হাঁটছিতো হাঁটছি।
চলা তার থামেনা
পিছু ফিরে দেখেনা
আমি শুধু ভাবছি।
সূর্যটা ডোবে ডোবে
সন্ধ্যাও হবে হবে
গলা ছেড়ে ডাকছি।
সেতো কথা শোনেনা
কোন বাধা মানেনা
ভয়ে আমি কাঁপছি।
বাঁশী তার বাজছে
সুরে মন ভরছে
সে যে এক যাদুকর।
আমি নেই আমাতে
পারিনা যে থামাতে
হেঁটে চলি রাতভর।
ভোর বুঝি হয়ে এলো
পাখীরাও জেগে গেলো
আমি চোখ কচলাই।
চোখদুটো মেলতেই
চেয়ে দেখি কেউ নেই
স্বপ্নের বাঁশীতে আর কোন সুর নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।