...জানে সে যে বহুদিন আগে আমি করেছি কী ভুল, পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে।
জোছনার গান
কত হাসি কত কথা
মনে পড়ে
এই জোছনা রাতে
কত স্মৃতি কত ব্যথা
ফিরে আসে
এই জোছনার সাথে
এই জোছনায় মনে পড়ে যে তোমায়
তুমি যেন ফিরে আস জোছনা হয়ে
অমাবশ্যার সাথে আমি দিয়েছি আড়ি
ভালোবাসি এ মায়াবিনী জোছনাকে...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।