নাম ছিলনা স্বপ্ন গুলোর........প্রতিবিম্বিত অবয়ব তাড়িয়ে বেড়ায় নিজেকে।
জোছনার খোঁজে শুভ্রতা
নাদিম
============
খুব গোপনে নিয়ন আলোয়
ঝরে পড়ে সব কাশফুল,
ইচ্ছেরা সব অভিমান করে
শিশিরে জড়ানো ঘাসফুল।
খুব গোপনে ভালবাসি তোরে
আবেগে জড়িয়ে স্বত্বাকে,
সব উপমা-ই মাঝ পথে থামে
কবিতা বুঝে না আত্মাকে।
ঘুরে ঘুরে শিশির চুমু খেয়ে দেখে
একই ছবি আঁকি কল্পনায়,
জোছনারা সব অভিমান ফেলে
ভালোবাসা খোঁজে পূর্ণিমায়।
কবিতারা সব হরতালে আছে
কারাঘরে বসে কবিরা,
একলা মানুষ আছি আমি বেঁচে
জ্বলন্ত সিগারেটে স্বপ্নেরা ।।
(১৯-১১-২০১৩)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।