আমাদের কথা খুঁজে নিন

   

বিনম্র জোছনার কথা

আহসান জামান

১. এসেই, ফিরে গেছো একা; গোধূলীরাঙা রোদে পুঁড়ে নিঃসঙ্গ অন্ধকারে হারাতে হারাতে ডুবেছো কী ধ্বংসস্তূপে। অথচ একদা ভাদ্রের সাদা সাদা মেঘের আঁচলে বেঁধেছিলে উচ্ছল উত্থল গাতকের গান। দিন না ফুরাতেই স্তিমিতের গ্রাসে কেবলই ফ্যাকাশে শ্যাওলার ঝোপে নেভে এই দিনমান আলো। ফেরার পথে আজ ফুটেছে অগাথ ক্রন্দনমুকুল; বোবাচাঁপা রাতের শরীরে অদৃশ্য রক্তপাত। ক্ষয়ে ক্ষয়ে ভিজে যায় নদী আর অধীরস্রোত। ২. কোনো এক পূর্ণিমার রাতে ঘরশূন্য পাখিদের আহতকান্নার স্বরে তুমি কী শুনেছো, আমার নাম! হঠাৎ স্বপ্নের চেয়ে নরোম সুরে ডেকেছো আমার। ফেজবুকে গলে যাচ্ছিল জোছনার জল আর তোমার মুখছবি। এঘর-ওঘরে পড়ে থাকা রাতের স্তব্ধতার চাদরও; দুঃস্বপ্নে শিউরে উঠেছিল তাই। কেবল আমার শ্রবণকুন্ডে অসংখ্য কালের স্তব্ধতার পাথর অনড় পড়েছিলো কাল; তোমাকে চাঁদ ভেবে ছুঁতে শিখিনি কখনো আমি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.