আমাদের কথা খুঁজে নিন

   

~*পোড়া জোছনার পথ*~



আমি জোছনা পোড়াতে চাই!! এক টুকরো বাতাসে ছাই হবে জোছনা একমুঠো আলো নিয়ে গপ করে গিলবো গলে যাওয়া চাঁদের আলো ঐ সমুদ্রে একটা বৃত্ত, পরিধিটার মাঝে আমার স্বপ্ন গুলো সন্ধ্যামালতীর সেই ঝোপ, ঝুপ করে সন্ধ্যে রাতে কামিনীর গন্ধে সর্পিনীর ফোঁসফোঁস ভবঘুরে সেই গন্ধ একপাতার এক গল্পে মিশে যায় নাটাইয়ের সুতোয় বাঁধা পড়ে জীবনের সরল অঙ্কটা রাতের সূর্যটা কথা বলতে চায় আমার মনের ভেতর সেই সুরের মেলাতে আজ রঙধনুর আল্পনা পায়ে সুরসুর করে বেয়ে ওঠে তেলাপোকা বুঝতে পারি বেশ, করতে পারিনা কিছুই কার্নিশের গৃহপালিত টিকটিকিটা জানিয়ে দেয় রাতের ঘন্টি হুঁশিয়ার সাবধান, জানান দেয় রাতের প্রহরী আলী মিয়া জোছনার বন্যাতে ভেসে যাবার আগে একজন আলী মিয়া পেতাম যদি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।